Pakistan Cricketer's Wife Age Gap: ‘বুড়ো বরের কচি বউ’, পাকিস্তানি ক্রিকেটে দুই তারকার বউ তাদের থেকে ১৭ বছরের ছোট, রইল ফটো

Last Updated:
Pakistan Cricketer's Wife Age Gap: ছোট মানে অনেকটাই বয়সে ছোট স্ত্রী
1/10
Pakistan Cricketer's Wife Age Gap: পাকিস্তান ক্রিকেটারদের নিয়ে অনেক কথা হয়৷ এই কথায় যেমন তাঁদের পারফরম্যান্স, লুক নিয়েও অনেক কথা হয়৷ অনেক সময় আবার তাঁদের স্ত্রীদের নিয়েও নজর থাকে৷ কথা হয় তাঁদের নিয়েও৷ তবে জানেন কি একাধিক তারকার স্ত্রী তাঁদের চেয়ে  বয়সে অনেক অনেক ছোট৷
Pakistan Cricketer's Wife Age Gap: পাকিস্তান ক্রিকেটারদের নিয়ে অনেক কথা হয়৷ এই কথায় যেমন তাঁদের পারফরম্যান্স, লুক নিয়েও অনেক কথা হয়৷ অনেক সময় আবার তাঁদের স্ত্রীদের নিয়েও নজর থাকে৷ কথা হয় তাঁদের নিয়েও৷ তবে জানেন কি একাধিক তারকার স্ত্রী তাঁদের চেয়ে  বয়সে অনেক অনেক ছোট৷
advertisement
2/10
তারকা ক্রিকেটারদের মধ্যে রয়েছেন ওয়াসিম আক্রম, শোয়েব আখতারের মতো তারকারা৷ দুই স্পিডস্টারই নিজেদের বোলিং অস্ত্রে শান দেন৷ অসংখ্য রমণী হৃদয়ে দোলা দেন এই দুই তারকা৷ বয়স যা খুশি হোক না কেন দেশের গণ্ডি ছাড়িয়ে তাঁর মহিলা ফ্যান বেস রয়েছে৷
তারকা ক্রিকেটারদের মধ্যে রয়েছেন ওয়াসিম আক্রম, শোয়েব আখতারের মতো তারকারা৷ দুই স্পিডস্টারই নিজেদের বোলিং অস্ত্রে শান দেন৷ অসংখ্য রমণী হৃদয়ে দোলা দেন এই দুই তারকা৷ বয়স যা খুশি হোক না কেন দেশের গণ্ডি ছাড়িয়ে তাঁর মহিলা ফ্যান বেস রয়েছে৷
advertisement
3/10
ওয়াসিম আক্রমের প্রথমা স্ত্রী ছিলেন হুমা মুফতি৷ তিনি পাকিস্তান ক্রিকেট দলের সাইকোলজিস্ট কনসালটেন্ট ছিলেন৷ তিনি মাত্র ৪২ বছর বয়সে মারা যান৷ ২০০৯ সালে ওয়াসিমের প্রথম স্ত্রী মারা যান৷
ওয়াসিম আক্রমের প্রথমা স্ত্রী ছিলেন হুমা মুফতি৷ তিনি পাকিস্তান ক্রিকেট দলের সাইকোলজিস্ট কনসালটেন্ট ছিলেন৷ তিনি মাত্র ৪২ বছর বয়সে মারা যান৷ ২০০৯ সালে ওয়াসিমের প্রথম স্ত্রী মারা যান৷
advertisement
4/10
এরপর ২০১৩ সালে ফের বিয়ে করেন ওয়াসিম আক্রম৷ তাঁর স্ত্রীয়ের নাম শানিহা থম্পসন৷ তিনি ওয়াসিমের চেয়ে ১৭ বছরের ছোট৷
এরপর ২০১৩ সালে ফের বিয়ে করেন ওয়াসিম আক্রম৷ তাঁর স্ত্রীয়ের নাম শানিহা থম্পসন৷ তিনি ওয়াসিমের চেয়ে ১৭ বছরের ছোট৷
advertisement
5/10
পাকিস্তানের আরেক বোলিং তারকা শোয়েব আখতার৷ তিনি ৩৯ বছর বয়সে বিয়ে করেন৷ তাঁর স্ত্রীয়ের নাম রুবাব খান৷
পাকিস্তানের আরেক বোলিং তারকা শোয়েব আখতার৷ তিনি ৩৯ বছর বয়সে বিয়ে করেন৷ তাঁর স্ত্রীয়ের নাম রুবাব খান৷
advertisement
6/10
শোয়েবের স্ত্রী রুবাব খান তাঁর স্বামীর চেয়ে ১৭ বছরের ছোট৷ ২০১৪ তে তাঁরা পরিবারের উপস্থিতিতে এই বিয়ে হয়েছিল৷
শোয়েবের স্ত্রী রুবাব খান তাঁর স্বামীর চেয়ে ১৭ বছরের ছোট৷ ২০১৪ তে তাঁরা পরিবারের উপস্থিতিতে এই বিয়ে হয়েছিল৷
advertisement
7/10
অনিল কুম্বলে এবং তাঁর স্ত্রী চেতনার মধ্যেও বয়সের গ্যাপ অনেকটা রয়েছে৷ কুম্বলে তাঁর স্ত্রীয়ের চেয়ে ৭ বছরের বড়৷
অনিল কুম্বলে এবং তাঁর স্ত্রী চেতনার মধ্যেও বয়সের গ্যাপ অনেকটা রয়েছে৷ কুম্বলে তাঁর স্ত্রীয়ের চেয়ে ৭ বছরের বড়৷
advertisement
8/10
মহম্মদ শামির সঙ্গে তাঁর স্ত্রী হাসিন জাহান এখন আর থাকেন না৷ কিন্তু ১০ বছরের ছোট বোলারকে বিয়ে করেছিলেন হাসিন জাহান৷ অর্থাৎ মহম্মদ শামির চেয়ে তিনি ১০ বছরের বড়৷
মহম্মদ শামির সঙ্গে তাঁর স্ত্রী হাসিন জাহান এখন আর থাকেন না৷ কিন্তু ১০ বছরের ছোট বোলারকে বিয়ে করেছিলেন হাসিন জাহান৷ অর্থাৎ মহম্মদ শামির চেয়ে তিনি ১০ বছরের বড়৷
advertisement
9/10
রবিন উত্থাপ্পার স্ত্রী শীতল গৌতম তাঁর স্বামীর চেয়ে বয়সে ৪ বছরের বড়৷
রবিন উত্থাপ্পার স্ত্রী শীতল গৌতম তাঁর স্বামীর চেয়ে বয়সে ৪ বছরের বড়৷
advertisement
10/10
১৯৯৫ সালে সচিন আর অঞ্জলির যখন বিয়ে হয়েছিল তখন তাঁর স্ত্রী অঞ্জলি তাঁর চেয়ে ৬ বছরের বড় ছিলেন৷ সেই সময়ে সাধারণত কারোরই স্ত্রী বয়সে বড় ছিলেন না৷
১৯৯৫ সালে সচিন আর অঞ্জলির যখন বিয়ে হয়েছিল তখন তাঁর স্ত্রী অঞ্জলি তাঁর চেয়ে ৬ বছরের বড় ছিলেন৷ সেই সময়ে সাধারণত কারোরই স্ত্রী বয়সে বড় ছিলেন না৷
advertisement
advertisement
advertisement