ক্রিকেটার থেকে জেল খাটা আসামী! শেষে আইনজীবীর সঙ্গে প্রেমে জীবন বাঁচল এই তারকার
- Published by:Suman Majumder
Last Updated:
Mohammad Amir love story: জেলে থাকতে আইনজীবীর সঙ্গেই প্রেম! এই ক্রিকেটারকে বাঁচিয়েছে তাঁর স্ত্রী।
advertisement
advertisement
২০১০ অগাস্ট মাসে লর্ডস টেস্টে বুকি মাজহার মজিদের জন্য তিন ক্রিকেটার স্পট ফিক্সিং করেছিলেন। স্টিং অপারেশন করেছিল 'নিউজ অফ ওয়ার্ল্ড'-এর রিপোর্টার।স্পট ফিক্সিংয়ের যাবতীয় আলোচনা ক্যামেরায় ধরা পড়ে। ম্যাচের আগের দিন ঠিক হয়, কখন প্রতিটি নো বল করা হবে! তার জন্য মোটা অঙ্কের টাকা নিয়েছিলেন অভিযুক্ত ক্রিকেটাররা। এই টেস্ট ম্যাচে অধিনায়ক সালমান বাটের নির্দেশে মহম্মদ আসিফ ও মহম্মদ আমির যথাক্রমে একটি ও দুটি নো বল করেছিলেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement