নিয়ম ভাঙলেন দঙ্গল কন্যা, সাত নয় আট পাকের বাঁধনে ববিতা ফোগট, দেখে নিন বিয়ের ফটো অ্যালবাম

Last Updated:
বিবাহবন্ধনে ববিতা
1/5
দঙ্গল বলিউডের সুপারহিট ছবি ৷ এই ছবির হাত ধরেই গোটা দেশ জেনেছিল ফোগট বোনদের লড়াই ও পারফরম্যান্সের কাহিনি৷ আর সেই কাহিনি সেলুলয়েডে চিত্রায়িত হওয়ার পরই এই দউই বোনের ফ্যান হয়েছে দেশ তাদের পারফরম্যান্স থেকে ব্যক্তিগত জীবন সবতেই এখন এদের নজরে রাখেন ৷ তেমনিই ববিতা ফোগটের জীবনে বড় পরিবর্তন ৷
দঙ্গল বলিউডের সুপারহিট ছবি ৷ এই ছবির হাত ধরেই গোটা দেশ জেনেছিল ফোগট বোনদের লড়াই ও পারফরম্যান্সের কাহিনি৷ আর সেই কাহিনি সেলুলয়েডে চিত্রায়িত হওয়ার পরই এই দউই বোনের ফ্যান হয়েছে দেশ তাদের পারফরম্যান্স থেকে ব্যক্তিগত জীবন সবতেই এখন এদের নজরে রাখেন ৷ তেমনিই ববিতা ফোগটের জীবনে বড় পরিবর্তন ৷
advertisement
2/5
ভারতকে কুস্তিতে একাধিক সম্মান এনে দেওয়া ববিতা বিয়ে করলেন ভারত কেশরী বিবেক সুহাগকে ৷ ববিতার স্বামীও একজন কুস্তিগির ৷
ভারতকে কুস্তিতে একাধিক সম্মান এনে দেওয়া ববিতা বিয়ে করলেন ভারত কেশরী বিবেক সুহাগকে ৷ ববিতার স্বামীও একজন কুস্তিগির ৷
advertisement
3/5
বিয়েতে এক নতুন জিনিস করলেন ববিতা ৷ বিয়েতে হিন্দু নিয়মানুসারে সাত পাক হয় ৷ তবে নিজেদের বিয়েতে নিয়ম ভাঙলেন দঙ্গল কন্যা ৷
বিয়েতে এক নতুন জিনিস করলেন ববিতা ৷ বিয়েতে হিন্দু নিয়মানুসারে সাত পাক হয় ৷ তবে নিজেদের বিয়েতে নিয়ম ভাঙলেন দঙ্গল কন্যা ৷
advertisement
4/5
আট পাকের বাঁধনে বাঁধা পরলেন ববিতা ফোগট ৷ অষ্টম পাকে তাঁরা নতুন এক শর্ত নিয়েছেন যেখানে সিশু কন্য ও কন্যদের অধিকার রক্ষার অঙ্গিকার করেছেন এই নব দম্পতি ৷
আট পাকের বাঁধনে বাঁধা পরলেন ববিতা ফোগট ৷ অষ্টম পাকে তাঁরা নতুন এক শর্ত নিয়েছেন যেখানে সিশু কন্য ও কন্যদের অধিকার রক্ষার অঙ্গিকার করেছেন এই নব দম্পতি ৷
advertisement
5/5
দুই কুস্তিগিরের বিয়েতে হাজির ছিলেন ক্রীড়া দুনিয়ার বহু তারকা ৷
দুই কুস্তিগিরের বিয়েতে হাজির ছিলেন ক্রীড়া দুনিয়ার বহু তারকা ৷
advertisement
advertisement
advertisement