মারাত্মক গাড়ি দুর্ঘটনা, টাইগার উডসের, দুটি পায়েই হল অস্ত্রোপচার
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
কীভাবে হল এত মারাত্মক দুর্ঘটনা, কী বলছে স্থানীয় পুলিশ -প্রশাসন৷
টাইগার উডস মারাত্মক অ্যাক্সিডেন্টের মুখোমুখি৷ তাঁর দুটো পায়েই মারাত্মক চোট লেগেছে৷ তাঁর গাড়ি একাধিকবার উল্টে গিয়ে রাস্তা থেকে ছিটকে বাইরে পড়ে যায়৷ লস অ্যাঞ্জেলেস -এর কাছে ঘটে এই মারাত্মক দুর্ঘটনা৷ স্থানীয় আইনি প্রয়োগকারী আধিকারিকরা (law enforcement officials) তাঁকে খুঁজে পান৷ এটাই আশার বিষয় যে বেঁচে রয়েছেন গলফ লেজেন্ড৷ Photo-Collected
advertisement
advertisement
এই ঘটনার সময় আশপাশে আর কোনও গাড়ি বা প্যাসেঞ্জার ছিল না৷ এই দুর্ঘটনাটি ঘটে সেখানে একটি তীব্র উঁচু রাস্তা আছে,যেটিকে সাম্প্রতিক কালে অ্যাক্সিডেন্টের হটস্পট বলা হচ্ছিল৷ এই এলাকায় সেখানে একাধিক অ্যাক্সিডেন্ট হচ্ছিল৷ ডেপুটি কার্লোস গঞ্জালেস জানিয়েছেন এটা খুবই সৌভাগ্যের যে টাইগার উডস জীবিত আছেন৷ উডস মারাত্মক আহত অবস্থায় আটকে থাকলেও তিনি শান্তি ও স্থিতধী ছিলেন, নিজের নাম বলতে পারছিলেন৷ Photo- Collected
advertisement
উডসের অবস্থা স্থিতিশীল ছিল কিন্তু তাঁর দুটি পায়ে চোট কতটা গম্ভীর তা নিয়ে এখনও সবটা জানাননি চিকিৎসকরা৷ দমকলকর্মী ও প্যারা মেডিক্যাল স্টাফরা তাঁর ভাঙাচোরা এসইউভি-র ভিতর থেকে তাঁকে উদ্ধার করেন৷ তাঁকে ঘাড় ধরে তাঁকে ভাঙা গাড়িটার মধ্যে থেকে উদ্ধার করা হয়৷ তাঁকে রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷ গলফের ইতিহাসে সফলতম গলফার ১৫ বার তিনি ১৫ টি মেজর জিতেছেন৷ তবে ২০০৯ সালে তাঁর ব্যক্তিগত জীবনের স্ক্যান্ডাল তাঁর গরিমা কিছুটা ম্লান করে দেয়৷ Photo-Collected
