ঝাড়খন্ডের সোনার মেয়ে তীরন্দাজ দীপিকা কুমারী সাত পাকে বাধা পড়লেন ৷ আরেক অলিম্পিয়ান তীরন্দাজ অতনু দাসের সঙ্গে পরিণয় সারলেন তিনি ৷
advertisement
2/5
মোরাদাবাদী ব্যাঙ্কোয়েট হলে বসেছিল মেগা বিয়ের আসর ৷ বিয়েতে কন্যাদান করার কথা ছিল ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডার ৷ কিন্তু তিনি দিল্লি থেকে রাঁচিতে ফিরতে পারেননি ৷ তবে নবদম্পতিকে আশীর্বাদ পাঠিয়েছেন তিনি ৷
advertisement
3/5
২০১৯ এ দীর্ঘদিনের বন্ধু অতনুকে বিয়ে করার প্ল্যান ছিল দীপিকার কিন্তু সে সময় কোনও কারণবশত বিয়ে হয়নি ৷ এদিকে লকডাউনে অনুশীলন-টুর্নামেন্ট সব বন্ধ থাকায় এই ফাঁকেই বিয়ে সেরে নেওয়ার সিদ্ধান্ত নেন দুই অলিম্পিয়ান ৷
advertisement
4/5
কলকাতা থেকে অতনু মাত্র সাতজন বরযাত্রী নিয়ে বিয়ে করতে রাঁচি পৌঁছন ৷ সঙ্গে ছিলেন তাঁর বাবা-মা, দাদা-বৌদি ও বোন৷ দীপিকার বাড়ির লোক অতুনকে কোলে করে মন্ডপে নিয়ে যান ৷
advertisement
5/5
করোনা আবহে বিয়েতে খুব কম লোকজনই নিমন্ত্রিত হয়েছিলেন তবে বিয়ের সব নিয়ম মেনেই বিয়ে সারেন দীপিকা ৷