টোকিও অলিম্পিক্সে ২০২০ শেষ৷ সারা পৃথিবীর সামনে নিজেদের সেরাটা তুলে ধরলেন বিশ্বের বিভিন্ন দেশের অ্যাথলিট৷ গ্রেটেস্ট শো অন দ্য আর্থে ১১৩ টি পদক জিতে সেরা হয়েছে আমেরিকা, চিন ৮৮ টি মেডেল পেয়ে দ্বিতীয় হয়েছে, আয়োজক জাপান ৫৮ টি পদক পেয়ে তৃতীয় হয়েছে৷ ভারত মোট ৭ টি পদক পেয়েছে৷ একটি সোনা, ২ টি রুপো, ৪ টি ব্রোঞ্জ মেডেল নিয়ে ৪৮ তম স্থানে শেষ করেছে ভারত৷ এখনও অবধি অলিম্পিক্সের মঞ্চে এটা ভারতের সেরা পারফরম্যান্স৷ এবারের অলিম্পিক্সে যাঁরা পদক পেয়েছেন তাঁদের মধ্যে মাত্র একজনের কোচ ভারতীয় আর বাকি সকলেই বিদেশি ৷ (PIC: News18)
নীরজ চোপড়ার কোচ উবে হোন জার্মানির ট্র্যাক ও ফিল্ডের অ্যাথলিট ছিলেন৷ ২০১৮ তে নীরজ যখন এশিয়ান গেমসে সোনা পান তখনও তিনি তাঁর কোচ ছিলেন, ২০১৯ এ তাঁর সঙ্গে যোগ হন ডক্টর বোটনিজ৷ তিনি নীরজকে একইসঙ্গে শক্ত ও নমনীয় শরীর করতে দেওয়ার৷ তিনি জ্যাভলিন থ্রোয়ারদের এক্সাসারসাইজের জন্য বিশেষ যন্ত্র বানাতে সাহায্য করেছিলেন৷ পাশাপাশি এই দুজন জার্মান ও চিনকে ট্রেন করেছিলেন৷ নীরজের কোচ নিজের সময় জ্যাভলিন ১০০ মিটার ছুঁড়েছিলেন৷ AP)
ভারোত্তলনে অলিম্পক্সে রুপো পেয়েছন মীরাবাই চানু৷ তাঁর প্রধান কোচ ছিলেন বিজয় কুমার৷ ২০১৪ সালে তিনি প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন ছিলেন৷ কব্জির চোটের কারণে তাঁকে খেলা ছেড়ে দিতে হয়৷ কিন্তু এখন তিনি কোচ৷ ২০১৬ তে রিও অলিম্পিক্সে ব্যর্থতার পর চানু খেলা ছেড়ে দেবেন ভেবেছিলেন কিন্তু তাঁর কোচ ও মা তাঁকে বোঝান আর এই সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত করেন৷ (AP)