সুশীলের বিরুদ্ধে খুনের মামলায় তদন্তে নেমে পুলিশ একের পর এক তথ্য হাতে পেয়েছে। অন্ধকার জগতের সঙ্গে সুশীলের গভীর যোগাযোগ ছিল, এমনও প্রমাণও হাতে পেয়েছে পুলিশ। খুনের মামলায় সুশীল এখন আষ্টেপৃষ্টে জড়িয়ে। তবে এসবের মাঝেই মাস্কহীন পুলিশশকর্মীদের সঙ্গে তাঁর ফটোসেশন নতুন করে বিতর্ক তৈরি করল।