French Open 2021: এক পা দূরেই মুকুট ! ক্ষীপ্র সেরেনা এগোলেন আরও এক ধাপ

Last Updated:
আর মাত্র এক পা!
1/5
কত কী বদলে গিয়েছে এখন তাঁর জীবনে। মা হয়েছেন। ফিটনেস খুইয়েছেন। হারানো ফিটনেস আবার পুনরুদ্ধার করেছেন। ফের চোটের কবলে পড়েছেন। কত কী বদলেছে। বদলায়নি স্রেফ একটা ব্যাপার। তাঁর স্বপ্ন দেখার অভ্যেস।
কত কী বদলে গিয়েছে এখন তাঁর জীবনে। মা হয়েছেন। ফিটনেস খুইয়েছেন। হারানো ফিটনেস আবার পুনরুদ্ধার করেছেন। ফের চোটের কবলে পড়েছেন। কত কী বদলেছে। বদলায়নি স্রেফ একটা ব্যাপার। তাঁর স্বপ্ন দেখার অভ্যেস।
advertisement
2/5
সেরেনা উইলিয়ামসের সামনে ২৪ নম্বর গ্র্যান্ডস্ল্যাম জয়ের হাতছানি। তিনি সেই জয় যেন দেখথে পাচ্ছেন চোখের সামনে। তাই ক্ষিপ্রতা বেড়েছে। মরিয়া হয়ে উঠেছেন ঠিক আগের মতোই। লক্ষ্যপূরণের রাস্তায় নেমে তিনি আরও এক পা এগোলেন।
সেরেনা উইলিয়ামসের সামনে ২৪ নম্বর গ্র্যান্ডস্ল্যাম জয়ের হাতছানি। তিনি সেই জয় যেন দেখথে পাচ্ছেন চোখের সামনে। তাই ক্ষিপ্রতা বেড়েছে। মরিয়া হয়ে উঠেছেন ঠিক আগের মতোই। লক্ষ্যপূরণের রাস্তায় নেমে তিনি আরও এক পা এগোলেন।
advertisement
3/5
রোমানিয়ার মিহেয়া বুজারনেসিউকে এদিন হারালেন সেরেনা। ম্যাচের ফল ৬-৩, ৫-৭, ৬-১। ফরাসী ওপেনে সেরেনার সামনে ধারে-ভারে দাঁড়াতে পারেননি মিহেয়া।
রোমানিয়ার মিহেয়া বুজারনেসিউকে এদিন হারালেন সেরেনা। ম্যাচের ফল ৬-৩, ৫-৭, ৬-১। ফরাসী ওপেনে সেরেনার সামনে ধারে-ভারে দাঁড়াতে পারেননি মিহেয়া।
advertisement
4/5
প্যারিসের ক্লে-কোর্টে তিনি তিনবারের চ্যাম্পিয়ন। তবে এখন বয়সটা ৩৯। তাই এবারের লড়াইটা নিজের সঙ্গেও। সেরেনা পারবেন কি না সময় বলবে।
প্যারিসের ক্লে-কোর্টে তিনি তিনবারের চ্যাম্পিয়ন। তবে এখন বয়সটা ৩৯। তাই এবারের লড়াইটা নিজের সঙ্গেও। সেরেনা পারবেন কি না সময় বলবে।
advertisement
5/5
শেষ ১৬-য় জায়গা পেতে সেরেনাকে এবার লড়তে হবে স্বদেশী ড্যানিয়েল কলিন্সের বিরুদ্ধে। সেরেনা এখন ২৩টি গ্র্যান্ডস্ল্যাম জিতে রয়েছেন। অর্থাত্, সর্বাকালের সর্বোচ্চ গ্র্যান্ডস্ল্যামজয়ী মার্গারেট কোর্টকে ছুঁতে তাঁর আর একখানা ট্রফি হাতে তোলা বাকি।
শেষ ১৬-য় জায়গা পেতে সেরেনাকে এবার লড়তে হবে স্বদেশী ড্যানিয়েল কলিন্সের বিরুদ্ধে। সেরেনা এখন ২৩টি গ্র্যান্ডস্ল্যাম জিতে রয়েছেন। অর্থাত্, সর্বাকালের সর্বোচ্চ গ্র্যান্ডস্ল্যামজয়ী মার্গারেট কোর্টকে ছুঁতে তাঁর আর একখানা ট্রফি হাতে তোলা বাকি।
advertisement
advertisement
advertisement