Sajan Prakash: ইতিহাসে সজন প্রকাশ, প্রথম ভারতীয় সাঁতারু হিসাবে অলিম্পিক 'এ' কাট-এ

Last Updated:
দেশকে গর্বিত করলেন ভারতীয় সাঁতারু সজন।
1/5
ক্রিকেট, ফুটবলের বাইরেও এগোচ্ছে দেশের খেলা। এবার ইতিহাসে নাম তুলে ফেললেন ভারতীয় সাঁতারু সজন প্রকাশ।
ক্রিকেট, ফুটবলের বাইরেও এগোচ্ছে দেশের খেলা। এবার ইতিহাসে নাম তুলে ফেললেন ভারতীয় সাঁতারু সজন প্রকাশ।
advertisement
2/5
প্রথম ভারতীয় হিসাবে অলিম্পিক 'এ' কাট-এ ভারতীয় সাঁতারু সজন। রোমে সেট্টে কোল্লি ট্রফিতে পুরুষদের ২০০ মিটার বাটারফ্লাইতে সজন এদিন রেকর্ড গড়লেন।
প্রথম ভারতীয় হিসাবে অলিম্পিক 'এ' কাট-এ ভারতীয় সাঁতারু সজন। রোমে সেট্টে কোল্লি ট্রফিতে পুরুষদের ২০০ মিটার বাটারফ্লাইতে সজন এদিন রেকর্ড গড়লেন।
advertisement
3/5
কেরলের ২৭ বছর বয়সী সাঁতারু এক মিনিট 56.38 সেকেন্ড সময় নিলেন। ০.০১ সেকেন্ডের জন্য তিনি অলিম্পিক এ কাট-এ।
কেরলের ২৭ বছর বয়সী সাঁতারু এক মিনিট 56.38 সেকেন্ড সময় নিলেন। ০.০১ সেকেন্ডের জন্য তিনি অলিম্পিক এ কাট-এ।
advertisement
4/5
২০০ মিটার বাটারফ্লাইতে সজন গত কয়েক বছরে দারুণ উন্নতি করেছেন। টোকিও অলিম্পিকে পদক জয়ের ব্যাপারে তিনি ভারতের অন্যতম ভরসা।
২০০ মিটার বাটারফ্লাইতে সজন গত কয়েক বছরে দারুণ উন্নতি করেছেন। টোকিও অলিম্পিকে পদক জয়ের ব্যাপারে তিনি ভারতের অন্যতম ভরসা।
advertisement
5/5
কয়েক মাস আগেই সজন জানিয়েছিলেন, ঠিকঠাক সহায়তা পেলে ক্রিকেট, ফুটবল ছাড়া দেশের অন্য খেলার সঙ্গে যুক্ত ক্রীড়াবিদরাও দেশকে গর্বিত করতে পারেন।
কয়েক মাস আগেই সজন জানিয়েছিলেন, ঠিকঠাক সহায়তা পেলে ক্রিকেট, ফুটবল ছাড়া দেশের অন্য খেলার সঙ্গে যুক্ত ক্রীড়াবিদরাও দেশকে গর্বিত করতে পারেন।
advertisement
advertisement
advertisement