Renault India gifts Kiger SUV toMirabai Chanu: এক সময় ট্রাকে চেপে ট্রেনিংয়ে যেতেন, সেই মীরাবাঈ এবার স্পোর্টস কার-এর মালকিন

Last Updated:
জীবন বদলাতে কিন্তু বেশি সময় লাগে না। এক সময় ট্রাকে চেপে ট্রেনিংয়ে যাওয়া মীরাবাঈ এখন ঝা চকচকে স্পোর্টস-কার এর মালকিন।
1/5
জীবন বদলাতে কিন্তু বেশি সময় লাগে না। এই যেমন মীরাবাঈ চানুর। একটা সময় তিনি ট্রাকে চেপে বাড়ি থেকে দূরে ট্রেনিং সেন্টারে যেতেন। এখন সেই তিনিই স্পোর্টস কার-এর মালকিন।
জীবন বদলাতে কিন্তু বেশি সময় লাগে না। এই যেমন মীরাবাঈ চানুর। একটা সময় তিনি ট্রাকে চেপে বাড়ি থেকে দূরে ট্রেনিং সেন্টারে যেতেন। এখন সেই তিনিই স্পোর্টস কার-এর মালকিন।
advertisement
2/5
টোকিও অলিম্পিক্সে রুপোজয়ী মীরাবাঈকে Renault India এবার একটি Kiger SUV উপহার দিল।
টোকিও অলিম্পিক্সে রুপোজয়ী মীরাবাঈকে Renault India এবার একটি Kiger SUV উপহার দিল।
advertisement
3/5
১০ বছর ধরে ভারতে ব্যবসা করছে Renault. এদিন সংস্থার কর্ণধার মীরাবাঈয়ের হাতে Kiger SUV-এর চাবি তুলে দেন।
১০ বছর ধরে ভারতে ব্যবসা করছে Renault. এদিন সংস্থার কর্ণধার মীরাবাঈয়ের হাতে Kiger SUV-এর চাবি তুলে দেন।
advertisement
4/5
Kiger SUV-এর দাম ৫.৪৫ লাখ টাকা (এক্স-শোরুম)। চলতি বছরেই এই মডেল লঞ্চ হয়েছিল ভারতে। এবার এই স্পোর্টস কার-এর মালকিন ভারোত্তোলনে রুপোজয়ী মীরাবাঈ।
Kiger SUV-এর দাম ৫.৪৫ লাখ টাকা (এক্স-শোরুম)। চলতি বছরেই এই মডেল লঞ্চ হয়েছিল ভারতে। এবার এই স্পোর্টস কার-এর মালকিন ভারোত্তোলনে রুপোজয়ী মীরাবাঈ।
advertisement
5/5
টোকিও অলিম্পিক্সে রুপোজয়ের পর থেকেই একের পর উপহার পেয়েছেন মণিপুরের ভারোত্তোলক। ইতিমধ্যে মণিপুর পুলিশের আধিকারিক হিসাবেও দায়িত্ব নিয়েছেন তিনি।
টোকিও অলিম্পিক্সে রুপোজয়ের পর থেকেই একের পর উপহার পেয়েছেন মণিপুরের ভারোত্তোলক। ইতিমধ্যে মণিপুর পুলিশের আধিকারিক হিসাবেও দায়িত্ব নিয়েছেন তিনি।
advertisement
advertisement
advertisement