French Open 2019: মার্গারেট কোর্টের রেকর্ড ভেঙে রোলাঁ গারোয় আবেগে ভাসলেন নাদাল

Last Updated:
1/5
ক্লে কোর্টের তিনিই সম্রাট ৷ সেটা ফের একবার রবিবার প্রমাণিত হল প্যারিসের রোলাঁ গারোয় ৷ অস্ট্রেলিয়ার ডমিনিক থিমকে ফাইনালে ৬-৩,৫-৭,৬-১,৬-১ সেটে হারিয়ে ১২ নম্বর ফরাসি ওপেন খেতাব জিতলেন নাদাল ৷ Photo Courtesy: French Open/Twitter
ক্লে কোর্টের তিনিই সম্রাট ৷ সেটা ফের একবার রবিবার প্রমাণিত হল প্যারিসের রোলাঁ গারোয় ৷ অস্ট্রেলিয়ার ডমিনিক থিমকে ফাইনালে ৬-৩,৫-৭,৬-১,৬-১ সেটে হারিয়ে ১২ নম্বর ফরাসি ওপেন খেতাব জিতলেন নাদাল ৷ Photo Courtesy: French Open/Twitter
advertisement
2/5
রবিবার জিতে নাদাল ভাঙলেন মার্গারেট কোর্টের ১১টি অস্ট্রেলিয়ান ওপেন জয়ের রেকর্ড ৷ Photo Courtesy: French Open/Twitter
রবিবার জিতে নাদাল ভাঙলেন মার্গারেট কোর্টের ১১টি অস্ট্রেলিয়ান ওপেন জয়ের রেকর্ড ৷ Photo Courtesy: French Open/Twitter
advertisement
3/5
ফরাসি ওপেনে নাদালের জয়-হারের পরিসংখ্যান হল ৯৩-২ ৷ যা এককথায় অবিশ্বাস্য ! নাদালের মোট গ্র্যান্ডস্ল্যাম জয়ের সংখ্যা দাঁড়াল ১৮ ৷ যার মধ্যে ১২টি হল ফরাসি ওপেন খেতাব ৷Photo Courtesy: French Open/Twitter
ফরাসি ওপেনে নাদালের জয়-হারের পরিসংখ্যান হল ৯৩-২ ৷ যা এককথায় অবিশ্বাস্য ! নাদালের মোট গ্র্যান্ডস্ল্যাম জয়ের সংখ্যা দাঁড়াল ১৮ ৷ যার মধ্যে ১২টি হল ফরাসি ওপেন খেতাব ৷Photo Courtesy: French Open/Twitter
advertisement
4/5
জেতার পর প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার ডমিনিক থিমকে নাদাল জানান, ‘‘ তোমায় ধন্যবাদ জানাতে চাই ৷ তুমিই এই খেতাবে যোগ্য ডমিনিক ৷ এখানে আরও একবার ট্রফি জয় স্বপ্নের মতো লাগছে ৷ ’’Photo Courtesy: French Open/Twitter
জেতার পর প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার ডমিনিক থিমকে নাদাল জানান, ‘‘ তোমায় ধন্যবাদ জানাতে চাই ৷ তুমিই এই খেতাবে যোগ্য ডমিনিক ৷ এখানে আরও একবার ট্রফি জয় স্বপ্নের মতো লাগছে ৷ ’’Photo Courtesy: French Open/Twitter
advertisement
5/5
টেনিসের ইতিহাসে একই গ্র্যান্ডস্ল্যাম সর্বাধিক জয়ের এটা রেকর্ড নাদালের ৷ এর আগে এই রেকর্ড ছিল মার্গারেট কোর্টের দখলে ৷ পাশাপাশি রজার ফেডেরারের ২০টি গ্র্যান্ডস্ল্যাম জয়েরও অনেক কাছাকাছি পৌঁছে গেলেন স্পেনীয় মহাতারকা ৷ Photo Courtesy: French Open/Twitter
টেনিসের ইতিহাসে একই গ্র্যান্ডস্ল্যাম সর্বাধিক জয়ের এটা রেকর্ড নাদালের ৷ এর আগে এই রেকর্ড ছিল মার্গারেট কোর্টের দখলে ৷ পাশাপাশি রজার ফেডেরারের ২০টি গ্র্যান্ডস্ল্যাম জয়েরও অনেক কাছাকাছি পৌঁছে গেলেন স্পেনীয় মহাতারকা ৷ Photo Courtesy: French Open/Twitter
advertisement
advertisement
advertisement