‘সিন্ধু পারে না, এই সোনা তাদেরকে জবাব’-বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর সোজাসাপ্টা হায়দরাবাদি শাটলার
Last Updated:
ভারতের সোনার মেয়ে News 18 কে দেওয়া সাক্ষাৎকারে ধরা দিলেন অকপট
পিভি সিন্ধু এখন আর রানার্স নন৷ বিশ্ব মঞ্চে তিনি এখন সেরা ৷ বিশ্বব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সোনা জয়ের পর News 18 -র মুখোমুখি হলেন সোনার মেয়ে ৷ জানিয়েছেন এই দিনটার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন ৷ ২০১৭ -র পর অনেক বদল এনেছেন তারই ফসল এই বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে জয় ৷ তিনি আরও বলেছেন নিজের স্কিলের পাশাপাশি ফিটনেসেও কাজ করছিলেন তিনি ৷ ফাইনাল ম্যাচে শুরু থেকেই আয়ত্তে ছিল আর সেটাতেই কাজ করেছেন তিনি ৷
advertisement
advertisement
advertisement
দীর্ঘদিন ধরেই বলেছিলেন তিনি অলিম্পিক্সে সোনা ও বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সোনা জিততে চান তবে জয়ের পরেও সেলিব্রশনে সেই ঝাঁঝ ছিল না সিন্ধুর ৷ এই প্রশ্নের উত্তরেও সোজাসাপ্টা জবাব দিয়েছেন ভারতের সোনার মেয়ে ৷ তিনি বলেছেন তিনি ফোকাসড ছিলেন , শান্ত ছিলেন , শুরুটা ভালো হয়েছিল তাই ঠিকভাবে শেষ করার দিকেই মনোসংযোগ ছিল তাঁর ৷ মাথায় আর কিছুই ছিল না ৷ এরপর একসঙ্গে এতগুলো অনুভূতি কাজ করছিল যে খুব বেশি বোঝার সময় পাওয়া যায়নি ৷
advertisement
advertisement
গোপী স্যারের সহজ টিপসেই বাজিমাত মাতছেন হায়দরাবাদী কন্যা ৷ তাঁর কথায় গোপীচাঁদ বলে দিচ্ছেন নিজের খেলাটা খেল ৷ কারণ এই স্তরের প্রতি খেলোয়াড়ের মানই সমান ৷ এবং প্রতিটা টুর্নামেন্টে এদের সকলের সঙ্গেই খেলা হয় ৷ ফলে প্রত্যেকেই প্রত্যেককে ভীষণ ভালো জানে ৷ কেউ যদি না কোনও ভুল করে তাহলে নিজের খেলাটা খেলে যাওয়াই ভালো ৷
