French Open 2021: ৫২ বছর পর নতুন ইতিহাস, টেনিস সাম্রাজ্যের 'রাজা' এখন জকোভিচ!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
জকো ফাইনালে নেমেছিলেন সাদা জার্সি পরে। কিন্তু তৃতীয় সেটের পরে তিনি জার্সি বদলে নিলেন। পরলেন লাল জার্সি।
advertisement
advertisement
advertisement
advertisement
লম্বা র্যালি হলে জকোভিচ স্ট্যামিনায় অনেককে নাকানি চোবানি খাওয়াতে পারেন। এটাই এদিন প্রমাণ হল। আত্মবিশ্বাসে ফুটতে থাকা চিচিপাসকে একটানা দৌড় করালেন তিনি। একটা সময় পর স্ট্যামিনায় হারিয়ে দিলেন চিচিপাসকে। এদিন আরও একটি অবাক করা ছবি দেখলেন দর্শকরা। জকো ফাইনালে নেমেছিলেন সাদা জার্সি পরে। কিন্তু তৃতীয় সেটের পরে তিনি জার্সি বদলে নিলেন। পরলেন লাল জার্সি। যেটা পরে তিনি সেমিতে নাদালকে হারিয়েছিলেন।