রাফায়েল নাদাল ও রজার ফেডেরার এখনও পর্যন্ত ২০টি করে গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন। একই সংখ্যক গ্র্যান্ডস্ল্যাম জিতে এই দুই কিংবদন্তির সঙ্গে একই সারিতে রয়েছেন জকোভিচ। আজ ইউএস ওপেন খেতাব জিতলে রজার ও রাফাকে টপকে যাবেন জকোভিচ। তাঁর ঝুলিতে থাকবে ২১টি গ্র্যান্ডস্ল্যাম। আর এখনও তিনি খেলা চালিয়ে যাবেন। তাই আরও বেশ কয়েকটি খেতাব যে তাঁর জন্য অপেক্ষা করছে তা আর বলার অপেক্ষা রাখে না।