বিশ্বজোড়া প্রতিবাদকে উপেক্ষা, কুস্তিগীরকে ফাঁসিতে ঝোলাল ইরান! স্তম্ভিত IOC

Last Updated:
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও ইরানের এই পদক্ষেপের কড়া নিন্দা করেছে৷
1/7
 বিশ্বজোড়া প্রতিবাদকে উপেক্ষা করেই এক কুস্তিগীরকে ফাঁসিতে ঝোলাল ইরান৷ দেশের সরকারি সংবাদমাধ্যমেই এই খবর জানানো হয়েছে৷ ওই কুস্তিগীরের নাম নাভিদ আফকরি(২৭)৷ এই ঘটনায় স্তম্ভিত আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC)৷  কুস্তিগীরের ফাঁসির আদেশের বিরুদ্ধে ইরানেও দেশজুড়ে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছিল৷ এ ভাবে একজন ক্রীড়াবিদকে ফাঁসিতে ঝোলানোয় ফের সমলোচিত হচ্ছে তেহরান৷
বিশ্বজোড়া প্রতিবাদকে উপেক্ষা করেই এক কুস্তিগীরকে ফাঁসিতে ঝোলাল ইরান৷ দেশের সরকারি সংবাদমাধ্যমেই এই খবর জানানো হয়েছে৷ ওই কুস্তিগীরের নাম নাভিদ আফকরি(২৭)৷ এই ঘটনায় স্তম্ভিত আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC)৷ কুস্তিগীরের ফাঁসির আদেশের বিরুদ্ধে ইরানেও দেশজুড়ে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছিল৷ এ ভাবে একজন ক্রীড়াবিদকে ফাঁসিতে ঝোলানোয় ফের সমলোচিত হচ্ছে তেহরান৷
advertisement
2/7
নাভিদ আফকরির বিরুদ্ধে জল দফতরের এক সরকারি কর্মী হোসেন টর্কম্যানকে খুনের অভিযোগ ছিল৷   যদিও বিচার প্রক্রিয়া নিয়েই আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছিল৷ অভিযোগ, অত্যাচারের পর জোর করিয়ে ওই   কুস্তিগীরকে দিয়ে খুনের স্বীকারোক্তি করিয়ে তা দেশের সরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার করা হয়৷ সেই   জবানবন্দির ভিত্তিতেই তাঁকে ফাঁসির আদেশ দেয় ইরানের আদালত৷ Photo-File
নাভিদ আফকরির বিরুদ্ধে জল দফতরের এক সরকারি কর্মী হোসেন টর্কম্যানকে খুনের অভিযোগ ছিল৷ যদিও বিচার প্রক্রিয়া নিয়েই আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছিল৷ অভিযোগ, অত্যাচারের পর জোর করিয়ে ওই কুস্তিগীরকে দিয়ে খুনের স্বীকারোক্তি করিয়ে তা দেশের সরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার করা হয়৷ সেই জবানবন্দির ভিত্তিতেই তাঁকে ফাঁসির আদেশ দেয় ইরানের আদালত৷ Photo-File
advertisement
3/7
দক্ষিণ ইরানের শিরাজ শহরের একটি জেলে ওই তরুণ কুস্তিগীরকে ফাঁসি দেওয়া হয়৷ IOC জানিয়েছে, গোটা বিশ্বের ক্রীড়াবিদ এবং আন্তর্জাতিক সংগঠনগুলির অনুরোধ উপেক্ষা করে যেভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তা অত্যন্ত হতাশাজনক৷ অলিম্পিক কমিটি জানিয়েছে, 'নাভিদ আফকরির পরিবার এবং বন্ধুদের আমরা সমবেদনা জানাই৷'
দক্ষিণ ইরানের শিরাজ শহরের একটি জেলে ওই তরুণ কুস্তিগীরকে ফাঁসি দেওয়া হয়৷ IOC জানিয়েছে, গোটা বিশ্বের ক্রীড়াবিদ এবং আন্তর্জাতিক সংগঠনগুলির অনুরোধ উপেক্ষা করে যেভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তা অত্যন্ত হতাশাজনক৷ অলিম্পিক কমিটি জানিয়েছে, 'নাভিদ আফকরির পরিবার এবং বন্ধুদের আমরা সমবেদনা জানাই৷'
advertisement
4/7
 আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও ইরানের এই পদক্ষেপের কড়া নিন্দা করেছে৷ 'গোপনীয়তার সঙ্গে এ ভাবে মৃত্যুদণ্ড কার্যকর করার প্রক্রিয়া' বিচার ব্যবস্থার প্রহসন বলে অভিযোগ তুলে আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি করা হয়েছে সংগঠনের জারি করা বিবৃতিতে৷
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও ইরানের এই পদক্ষেপের কড়া নিন্দা করেছে৷ 'গোপনীয়তার সঙ্গে এ ভাবে মৃত্যুদণ্ড কার্যকর করার প্রক্রিয়া' বিচার ব্যবস্থার প্রহসন বলে অভিযোগ তুলে আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি করা হয়েছে সংগঠনের জারি করা বিবৃতিতে৷
advertisement
5/7
advertisement
6/7
নাভিদ আফকারির মৃত্যুদণ্ড রদ করার জন্য এ মাসেই ট্যুইটারে আবেদন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট   ডোনাল্ড ট্রাম্প৷ তিনি অভিযোগ করেন, রাস্তায় নেমে ইরান সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যই   নাভিদ আফকরিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে৷ ট্যুইটারে ট্রাম্প লেখেন, 'ইরানের সব নেতাদের কাছে আমার   আবেদন, এত অল্পবয়সি একজনকে মৃত্যুদণ্ড না দিলে আমি সেই পদক্ষেপের প্রশংসা করব, ধন্যবাদ৷'
নাভিদ আফকারির মৃত্যুদণ্ড রদ করার জন্য এ মাসেই ট্যুইটারে আবেদন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ তিনি অভিযোগ করেন, রাস্তায় নেমে ইরান সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যই নাভিদ আফকরিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে৷ ট্যুইটারে ট্রাম্প লেখেন, 'ইরানের সব নেতাদের কাছে আমার আবেদন, এত অল্পবয়সি একজনকে মৃত্যুদণ্ড না দিলে আমি সেই পদক্ষেপের প্রশংসা করব, ধন্যবাদ৷'
advertisement
7/7
বিশ্বজুড়ে প্রায় ৮৫ হাজার ক্রীড়াবিদ একজোট হয়ে আফকারির মৃত্যুদণ্ড রদ করার জন্য আবেদন   জানিয়েছিলেন৷ IOC-কেও নিজেদের ক্ষমতা প্রয়োগের আর্জি জানিয়েছিলেন তাঁরা৷ ইরানে কুস্তি খুবই   জনপ্রিয় একটি খেলা৷ কুস্তিতে গোটা বিশ্বে অন্যতম সেরা শক্তি হিসেবে পরিচিত ইরান৷ তরুণ এই   কুস্তিগীরকে বাঁচাতে ট্যুটারেও জনমত গড়ে উঠেছিল৷ #Navid_Afkari হ্যাশট্যাগ দিয়ে গোটা   বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছিল৷ তা সত্ত্বেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরল না ইরান সরকার৷
বিশ্বজুড়ে প্রায় ৮৫ হাজার ক্রীড়াবিদ একজোট হয়ে আফকারির মৃত্যুদণ্ড রদ করার জন্য আবেদন জানিয়েছিলেন৷ IOC-কেও নিজেদের ক্ষমতা প্রয়োগের আর্জি জানিয়েছিলেন তাঁরা৷ ইরানে কুস্তি খুবই জনপ্রিয় একটি খেলা৷ কুস্তিতে গোটা বিশ্বে অন্যতম সেরা শক্তি হিসেবে পরিচিত ইরান৷ তরুণ এই কুস্তিগীরকে বাঁচাতে ট্যুটারেও জনমত গড়ে উঠেছিল৷ #Navid_Afkari হ্যাশট্যাগ দিয়ে গোটা বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছিল৷ তা সত্ত্বেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরল না ইরান সরকার৷
advertisement
advertisement
advertisement