সুশীল তার পর থেকেই ফেরার। মাঝে তাঁর মোবাইল টাওয়ার লোকেশন উত্তরাখণ্ডে পেয়েছিল পুলিস। কিন্তু সুশীলকে খুঁজে পাওয়া যায়নি। দেশের কুস্তিতে উজ্জ্বল নক্ষত্র সুশীল কুমার। এখনও পর্যন্ত কুস্তিতে ভারতের একমাত্র বিশ্বচ্যাম্পিয়ন তিনি। এছাড়া অলিম্পিকে দুটি পদক রয়েছে তাঁর ঝুলিতে। সুশীল কুমারের মতো কুস্তিগীরের নাম খুনের মামলায় জড়ানোয় তাই হতাশ ভারতীয় কুস্তিং সংস্থাও।