IN PICS: নাদালের ফ্রেঞ্চ ওপেন জয়ের অবিস্মরণীয় মুহূর্ত

Last Updated:
1/10
ডমিনিক থিমকে হারিয়ে ১১তম ফ্রেঞ্চ ওপেন জিতলেন রাফায়েল নাদাল। ফের একবার প্রমাণ করে দিলেন কেনো ক্লে কোর্টের সম্রাট বলা হয় তাঁকে ৷ (Photo: Reuters)
ডমিনিক থিমকে হারিয়ে ১১তম ফ্রেঞ্চ ওপেন জিতলেন রাফায়েল নাদাল। ফের একবার প্রমাণ করে দিলেন কেনো ক্লে কোর্টের সম্রাট বলা হয় তাঁকে ৷ (Photo: Reuters)
advertisement
2/10
এর আগে ১০ বার ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন নাদাল। সবমিলিয়ে ১৭টি গ্র্যান্ডস্লাম জিতলেন স্পেনের এই টেনিস তারকা। (Photo: Reuters)
এর আগে ১০ বার ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন নাদাল। সবমিলিয়ে ১৭টি গ্র্যান্ডস্লাম জিতলেন স্পেনের এই টেনিস তারকা। (Photo: Reuters)
advertisement
3/10
পুরুষদের টেনিসে আজ পর্যন্ত কোনও একটি গ্র্যান্ডস্লাম ১১ বার কেউ জেতেনি। (Photo: Reuters)
পুরুষদের টেনিসে আজ পর্যন্ত কোনও একটি গ্র্যান্ডস্লাম ১১ বার কেউ জেতেনি। (Photo: Reuters)
advertisement
4/10
ফ্রেঞ্চ ওপেনে এ পর্যন্ত খেলা ৮৮ ম্যাচের মাত্র দুটিতে হেরেছেন ৩২ বছর বয়সী এই খেলোয়াড়। (Photo: Reuters)
ফ্রেঞ্চ ওপেনে এ পর্যন্ত খেলা ৮৮ ম্যাচের মাত্র দুটিতে হেরেছেন ৩২ বছর বয়সী এই খেলোয়াড়। (Photo: Reuters)
advertisement
5/10
ডমিনিক থিমকে ফাইনালে স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন নাদাল। খেলা শুরুর প্রথম থেকে ডমিনিক থিমকে দাঁড়াতে দেন নি নাদাল। (Photo: Reuters)
ডমিনিক থিমকে ফাইনালে স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন নাদাল। খেলা শুরুর প্রথম থেকে ডমিনিক থিমকে দাঁড়াতে দেন নি নাদাল। (Photo: Reuters)
advertisement
6/10
ম্যাচের শেষে নাদাল বলেন, এই জয় অসাধারণ। আমি আজ খুব খুশি। ডমিনিখ হেরে গেলেও সে খুব ভালো খেলেছে। সে আমার ভালো বন্ধু। (Photo: Reuters)
ম্যাচের শেষে নাদাল বলেন, এই জয় অসাধারণ। আমি আজ খুব খুশি। ডমিনিখ হেরে গেলেও সে খুব ভালো খেলেছে। সে আমার ভালো বন্ধু। (Photo: Reuters)
advertisement
7/10
তিনি আর বলেন, "এ জয়ের অনুভূতি আমি বলে বোঝাতে পারবো না। কারণ আমি স্বপ্নেও ভাবিনি এখানে ১১ বার খেতাব জিতবো।" (Photo: Reuters)
তিনি আর বলেন, "এ জয়ের অনুভূতি আমি বলে বোঝাতে পারবো না। কারণ আমি স্বপ্নেও ভাবিনি এখানে ১১ বার খেতাব জিতবো।" (Photo: Reuters)
advertisement
8/10
নাদালের পক্ষে স্কোর ৬-৪, ৬-৩,৬-২। (Photo: Reuters)
নাদালের পক্ষে স্কোর ৬-৪, ৬-৩,৬-২। (Photo: Reuters)
advertisement
9/10
২৪ বার মেজর ফাইনাল খেলে এই কৃতিত্ব অর্জন করেন নাদাল। (Photo: Reuters)
২৪ বার মেজর ফাইনাল খেলে এই কৃতিত্ব অর্জন করেন নাদাল। (Photo: Reuters)
advertisement
10/10
এই নিয়ে ক্যারিয়ারের ১৭তম গ্র্যান্ডস্ল্যামটি জিতলেন নাদাল। (Photo: Reuters)
এই নিয়ে ক্যারিয়ারের ১৭তম গ্র্যান্ডস্ল্যামটি জিতলেন নাদাল। (Photo: Reuters)
advertisement
advertisement
advertisement