দক্ষিণ আফ্রিকাকে পাঁচ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু আকাশদীপদের

Last Updated:
1/6
ঘরের মাঠে বিশ্বকাপ অভিযান দারুণ ভাবেই শুরু করল ভারত। বুধবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ‘গ্রুপ সি’-র ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৫-০ গোলে উড়িয়ে দিল হরেন্দ্র সিং-এর ছেলেরা। Photo : Twitter
ঘরের মাঠে বিশ্বকাপ অভিযান দারুণ ভাবেই শুরু করল ভারত। বুধবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ‘গ্রুপ সি’-র ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৫-০ গোলে উড়িয়ে দিল হরেন্দ্র সিং-এর ছেলেরা। Photo : Twitter
advertisement
2/6
ভারতের হয়ে এদিন জোড়া গোল করলেন সিমরনজিৎ সিং (৪৩ ও ৪৬ মিনিট)। বাকি গোলদাতারা হলেন, মনদীপ সিং (১০মিনিট), আকাশদীপ সিং (১২ মিনিট) ও ললিত উপাধ্যায় (৪৫মিনিট)।
ভারতের হয়ে এদিন জোড়া গোল করলেন সিমরনজিৎ সিং (৪৩ ও ৪৬ মিনিট)। বাকি গোলদাতারা হলেন, মনদীপ সিং (১০মিনিট), আকাশদীপ সিং (১২ মিনিট) ও ললিত উপাধ্যায় (৪৫মিনিট)।
advertisement
3/6
 ১৯৭৫ সালে কুয়ালা লামপুর বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেটাই এখনও পর্যন্ত প্রথম এবং শেষবার ৷ ৪৩ বছর পরে এ বার ঘরের মাঠে দ্বিতীয় বার চ্যাম্পিয়ন হতে মরিয়া ভারতীয় খেলোয়াড়রা ৷ Photo: Twitter
১৯৭৫ সালে কুয়ালা লামপুর বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেটাই এখনও পর্যন্ত প্রথম এবং শেষবার ৷ ৪৩ বছর পরে এ বার ঘরের মাঠে দ্বিতীয় বার চ্যাম্পিয়ন হতে মরিয়া ভারতীয় খেলোয়াড়রা ৷ Photo: Twitter
advertisement
4/6
বিশ্ব হকির র‌্যাঙ্কিংয়ে এই মুহূর্তে পাঁচ নম্বরে ভারত। সেখানে তাদের বুধবারের প্রতিদ্বন্দ্বী দক্ষিণ আফ্রিকা ছিল দশ ধাপ নিচে ১৫ নম্বরে। এবছর দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা নিজেদের খরচে বিশ্বকাপ খেলতে এসেছে ভারতে ৷ প্রথম ম্যাচেই অবশ্য উড়ে গেলেন তারা ৷  Photo: Twitter
বিশ্ব হকির র‌্যাঙ্কিংয়ে এই মুহূর্তে পাঁচ নম্বরে ভারত। সেখানে তাদের বুধবারের প্রতিদ্বন্দ্বী দক্ষিণ আফ্রিকা ছিল দশ ধাপ নিচে ১৫ নম্বরে। এবছর দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা নিজেদের খরচে বিশ্বকাপ খেলতে এসেছে ভারতে ৷ প্রথম ম্যাচেই অবশ্য উড়ে গেলেন তারা ৷ Photo: Twitter
advertisement
5/6
Photo: Twitter
Photo: Twitter
advertisement
6/6
এ দিন মাঠে হাজির ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক ধনরাজ পিল্লাই। ম্যাচ শেষে তিনি বলে যান, ‘‘এ রকম আক্রমণাত্মক হকিই গোটা প্রতিযোগিতায় খেলে যাক ভারত।’’
এ দিন মাঠে হাজির ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক ধনরাজ পিল্লাই। ম্যাচ শেষে তিনি বলে যান, ‘‘এ রকম আক্রমণাত্মক হকিই গোটা প্রতিযোগিতায় খেলে যাক ভারত।’’
advertisement
advertisement
advertisement