Wimbledon Boys’ Singles: লিয়েন্ডারের যোগ্য উত্তরসূরি! জুনিয়র উইম্বলডন জয়ী কে এই সমীর বন্দ্যোপাধ্যায়?

Last Updated:
সমীর বন্দ্যোপাধ্যায়। জুনিয়র উইম্বলডন জয়ী এই বাঙালি নাম নিয়ে এখন আলোচনা চারপাশে। জেনে নিন তার সম্পর্কে।
1/5
সমীর বন্দ্যোপাধ্যায়। কোপা, ইউরোর মাঝে এই বাঙালি নামটা আলাদা করে চর্চায়। জুনিয়র উইম্বলডন (Wimbledon) চ্যাম্পিয়ন সমীর। আমেরিকার নিউ জার্সির বাস্কিং রিঙের বাসিন্দা তিনি। বাঙালি হলেও বাংলার সঙ্গে তাঁর তেমন কোনও যোগাযোগ নেই।
সমীর বন্দ্যোপাধ্যায়। কোপা, ইউরোর মাঝে এই বাঙালি নামটা আলাদা করে চর্চায়। জুনিয়র উইম্বলডন (Wimbledon) চ্যাম্পিয়ন সমীর। আমেরিকার নিউ জার্সির বাস্কিং রিঙের বাসিন্দা তিনি। বাঙালি হলেও বাংলার সঙ্গে তাঁর তেমন কোনও যোগাযোগ নেই।
advertisement
2/5
জুনিয়রদের সিঙ্গলসের ফাইনালে আমেরিকার ভিক্টর লিলভকে (Victor Lilov) ৭-৫, ৬-৩ -এ হারিয়েছেন সমীর। তাঁর অসাধারণ পারফরম্য়ান্স লিয়েন্ডার পেজকে মনে করাচ্ছে। কলকাতার ছেলে লিয়েন্ডার ১৯৯০ সালে জুনিয়র উইম্বলডন চ্যাম্পিয়ন হয়েছিলেন। সমীর যেন তাঁর যোগ্য উত্তরসূরি।
জুনিয়রদের সিঙ্গলসের ফাইনালে আমেরিকার ভিক্টর লিলভকে (Victor Lilov) ৭-৫, ৬-৩ -এ হারিয়েছেন সমীর। তাঁর অসাধারণ পারফরম্য়ান্স লিয়েন্ডার পেজকে মনে করাচ্ছে। কলকাতার ছেলে লিয়েন্ডার ১৯৯০ সালে জুনিয়র উইম্বলডন চ্যাম্পিয়ন হয়েছিলেন। সমীর যেন তাঁর যোগ্য উত্তরসূরি।
advertisement
3/5
এর আগে বিশ্ব টেনিসে ১৯ নম্বরে ছিলেন সমীর। জুনিয়র ফরাসী ওপেন থেকে ছিটকে গিয়েছিলেন। জুনিয়র গ্র্যান্ডস্ল্যামে উইম্বলডন তাঁর দ্বিতীয় বড় টুর্নামেন্ট ছিল। আর তাতেই তিনি ইতিহাসের নতুন পাতা লিখলেন।
এর আগে বিশ্ব টেনিসে ১৯ নম্বরে ছিলেন সমীর। জুনিয়র ফরাসী ওপেন থেকে ছিটকে গিয়েছিলেন। জুনিয়র গ্র্যান্ডস্ল্যামে উইম্বলডন তাঁর দ্বিতীয় বড় টুর্নামেন্ট ছিল। আর তাতেই তিনি ইতিহাসের নতুন পাতা লিখলেন।
advertisement
4/5
অসমের ডিব্রুগড়ে বাড়ি ছিল সমীরদের। ১৯৮৯ সালে সমীরের বাবা কুণাল বন্দ্যোপাধ্যায় নিউ জার্সি পাড়ি দেন। সমীরের জন্ম সেখানেই। টেনিসের পাশাপাশি পড়াশোনাতেই বেশ ভাল সমীর। তবে আপাতত টেনিস ছাড়া অন্য কিছুতে মন দিতে চায় না সমীর। ১১ বছর বয়স থেকেই টেনিসকে সিরিয়াসলি নিতে শুরু করেন সমীর।
অসমের ডিব্রুগড়ে বাড়ি ছিল সমীরদের। ১৯৮৯ সালে সমীরের বাবা কুণাল বন্দ্যোপাধ্যায় নিউ জার্সি পাড়ি দেন। সমীরের জন্ম সেখানেই। টেনিসের পাশাপাশি পড়াশোনাতেই বেশ ভাল সমীর। তবে আপাতত টেনিস ছাড়া অন্য কিছুতে মন দিতে চায় না সমীর। ১১ বছর বয়স থেকেই টেনিসকে সিরিয়াসলি নিতে শুরু করেন সমীর।
advertisement
5/5
বহুদিন পর একজন ভারতীয় বংশোদ্ভূত আবার জুনিয়র উইম্বলডন দাপালেন। ২০১৫ সালে সুমিত নাগাল ভিয়েতনামের লি হোয়াং নামকে হারিয়ে ভারতীয় বংশোদ্ভূত হিসাবে শেষবার উইম্বলডন জুনিয়র ডাবলস জিতেছিলেন। ১৯৫৪ সালে প্রথমবার রমানাথন কৃষ্ণন ভারতীয় হিসাবে জুনিয়র উইম্বলডন জিতেছিলেন। এর পর ১৯৯০ সালে জুনিয়র উইম্বলডন ও ১৯৯১-তে জুনিয়র ইউ এস ওপেন জেতেন লিয়েন্ডার পেজ।
বহুদিন পর একজন ভারতীয় বংশোদ্ভূত আবার জুনিয়র উইম্বলডন দাপালেন। ২০১৫ সালে সুমিত নাগাল ভিয়েতনামের লি হোয়াং নামকে হারিয়ে ভারতীয় বংশোদ্ভূত হিসাবে শেষবার উইম্বলডন জুনিয়র ডাবলস জিতেছিলেন। ১৯৫৪ সালে প্রথমবার রমানাথন কৃষ্ণন ভারতীয় হিসাবে জুনিয়র উইম্বলডন জিতেছিলেন। এর পর ১৯৯০ সালে জুনিয়র উইম্বলডন ও ১৯৯১-তে জুনিয়র ইউ এস ওপেন জেতেন লিয়েন্ডার পেজ।
advertisement
advertisement
advertisement