Dingko Singh: প্রয়াত বক্সারের লড়াই এবার সিনেমার পর্দায়, ডিঙ্কো সিং হবেন শাহিদ!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
দুজন অলিম্পিক চ্যাম্পিয়নকে হারিয়ে এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন এই ভারতীয় বক্সার।
বক্সিং ফেডারেশনের এক প্রাক্তন কর্তা বলছিলেন, ডিঙ্কো সিং এমনিতে খুব রাগী ছিল। ছোটখাটো ব্যাপারেও মাথা গরম করে ফেলত। কিন্তু রিং-এ ও একেবারে অন্য মানুষ। তখন ওর চোখ থাকত মাটিতে, নাকের সামনে দুটো হাত থাকত সব সময়। যাতে ও ঠিকঠাক ডিফেন্স করতে পারে। এটাই তো বক্সিংয়ের আসল টেকনিক। রিং-এ ও কখনও অকারণে মাথা গরম করে পয়েন্ট হারায়নি।
advertisement
ডিঙ্কো সিং। যাঁর একটা আন্তর্জাতিক পদক ভারতীয় বক্সিংয়ে ব্যাপক বদল এনেছিল। ১৯৯৮ ব্যাঙ্কক এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন ডিঙ্কো। কিন্তু ওই সোনা জয়ের পিছনের লড়াই সম্পর্কে তখনও দেশ জানত না। ডিঙ্কোর লড়াই ও জীবন সংগ্রামের কথা জানার পর অনেকেই বক্সার হওয়ার অনুপ্রেরণা পেয়েছিল। সেই ডিঙ্কো সিং চলে গেলেন এত কম বয়সে। ক্যান্সারের বিরুদ্ধে লড়াইটাতে জিততে পারলেন না।
advertisement
advertisement
২০১৭ থেকে ক্যান্সারের বিরুদ্ধে লড়ছেন। জীবনের ম্যাচটা জিততে পারলেন না ডিঙ্কো। ইম্ফলের এর দরিদ্র পরিবারে তাঁর জন্ম হয়েছিল। এর পর সাইতে ট্রেনিং করে বক্সার হিসাবে তাঁর প্রতিভার বিকাশ হয়। ভারতীয় নৌ সেনায় দীর্ঘদিন যুক্ত ছিলেন ডিঙ্কো। ১৯৯৭ সালে ডিঙ্কোর আন্তর্জাতিক বক্সিংয়ে আত্মপ্রকাশ। দুজন অলিম্পিক চ্যাম্পিয়নকে হারিয়ে এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন এই ভারতীয় বক্সার।
advertisement