Dingko Singh: প্রয়াত বক্সারের লড়াই এবার সিনেমার পর্দায়, ডিঙ্কো সিং হবেন শাহিদ!

Last Updated:
দুজন অলিম্পিক চ্যাম্পিয়নকে হারিয়ে এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন এই ভারতীয় বক্সার।
1/5
বক্সিং ফেডারেশনের এক প্রাক্তন কর্তা বলছিলেন, ডিঙ্কো সিং এমনিতে খুব রাগী ছিল। ছোটখাটো ব্যাপারেও মাথা গরম করে ফেলত। কিন্তু রিং-এ ও একেবারে অন্য মানুষ। তখন ওর চোখ থাকত মাটিতে, নাকের সামনে দুটো হাত থাকত সব সময়। যাতে ও ঠিকঠাক ডিফেন্স করতে পারে। এটাই তো বক্সিংয়ের আসল টেকনিক। রিং-এ ও কখনও অকারণে মাথা গরম করে পয়েন্ট হারায়নি।
বক্সিং ফেডারেশনের এক প্রাক্তন কর্তা বলছিলেন, ডিঙ্কো সিং এমনিতে খুব রাগী ছিল। ছোটখাটো ব্যাপারেও মাথা গরম করে ফেলত। কিন্তু রিং-এ ও একেবারে অন্য মানুষ। তখন ওর চোখ থাকত মাটিতে, নাকের সামনে দুটো হাত থাকত সব সময়। যাতে ও ঠিকঠাক ডিফেন্স করতে পারে। এটাই তো বক্সিংয়ের আসল টেকনিক। রিং-এ ও কখনও অকারণে মাথা গরম করে পয়েন্ট হারায়নি।
advertisement
2/5
ডিঙ্কো সিং। যাঁর একটা আন্তর্জাতিক পদক ভারতীয় বক্সিংয়ে ব্যাপক বদল এনেছিল। ১৯৯৮ ব্যাঙ্কক এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন ডিঙ্কো। কিন্তু ওই সোনা জয়ের পিছনের লড়াই সম্পর্কে তখনও দেশ জানত না। ডিঙ্কোর লড়াই ও জীবন সংগ্রামের কথা জানার পর অনেকেই বক্সার হওয়ার অনুপ্রেরণা পেয়েছিল। সেই ডিঙ্কো সিং চলে গেলেন এত কম বয়সে। ক্যান্সারের বিরুদ্ধে লড়াইটাতে জিততে পারলেন না।
ডিঙ্কো সিং। যাঁর একটা আন্তর্জাতিক পদক ভারতীয় বক্সিংয়ে ব্যাপক বদল এনেছিল। ১৯৯৮ ব্যাঙ্কক এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন ডিঙ্কো। কিন্তু ওই সোনা জয়ের পিছনের লড়াই সম্পর্কে তখনও দেশ জানত না। ডিঙ্কোর লড়াই ও জীবন সংগ্রামের কথা জানার পর অনেকেই বক্সার হওয়ার অনুপ্রেরণা পেয়েছিল। সেই ডিঙ্কো সিং চলে গেলেন এত কম বয়সে। ক্যান্সারের বিরুদ্ধে লড়াইটাতে জিততে পারলেন না।
advertisement
3/5
ভারতীয় বক্সার বিজেন্দর সিং খবরটা শুনেই বলেছিলেন, ডিঙ্কোর লড়াই অনেক প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে। সত্যিই ডিঙ্কো সিং অনুপ্রেরণা হয়েই থাকবেন। একই কথা বলেছেন ভারতীয় বক্সিংয়ের আরেক তারকা মেরি কম। ডিঙ্কো চলে গেলেন ঠিকই, তবে তাঁর লড়াইয়ের ইতিহাস অনুপ্রেরণা হয়ে থাকবে।
ভারতীয় বক্সার বিজেন্দর সিং খবরটা শুনেই বলেছিলেন, ডিঙ্কোর লড়াই অনেক প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে। সত্যিই ডিঙ্কো সিং অনুপ্রেরণা হয়েই থাকবেন। একই কথা বলেছেন ভারতীয় বক্সিংয়ের আরেক তারকা মেরি কম। ডিঙ্কো চলে গেলেন ঠিকই, তবে তাঁর লড়াইয়ের ইতিহাস অনুপ্রেরণা হয়ে থাকবে।
advertisement
4/5
২০১৭ থেকে ক্যান্সারের বিরুদ্ধে লড়ছেন। জীবনের ম্যাচটা জিততে পারলেন না ডিঙ্কো। ইম্ফলের এর দরিদ্র পরিবারে তাঁর জন্ম হয়েছিল। এর পর সাইতে ট্রেনিং করে বক্সার হিসাবে তাঁর প্রতিভার বিকাশ হয়। ভারতীয় নৌ সেনায় দীর্ঘদিন যুক্ত ছিলেন ডিঙ্কো। ১৯৯৭ সালে ডিঙ্কোর আন্তর্জাতিক বক্সিংয়ে আত্মপ্রকাশ। দুজন অলিম্পিক চ্যাম্পিয়নকে হারিয়ে এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন এই ভারতীয় বক্সার।
২০১৭ থেকে ক্যান্সারের বিরুদ্ধে লড়ছেন। জীবনের ম্যাচটা জিততে পারলেন না ডিঙ্কো। ইম্ফলের এর দরিদ্র পরিবারে তাঁর জন্ম হয়েছিল। এর পর সাইতে ট্রেনিং করে বক্সার হিসাবে তাঁর প্রতিভার বিকাশ হয়। ভারতীয় নৌ সেনায় দীর্ঘদিন যুক্ত ছিলেন ডিঙ্কো। ১৯৯৭ সালে ডিঙ্কোর আন্তর্জাতিক বক্সিংয়ে আত্মপ্রকাশ। দুজন অলিম্পিক চ্যাম্পিয়নকে হারিয়ে এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন এই ভারতীয় বক্সার।
advertisement
5/5
জীবন হোক বা রিং, ডিঙ্কো সিংয়ের লড়াই অনবদ্য। এমন একজন ক্রীড়াব্যক্তিত্বের লড়াই এবার ফুটে উঠবে পর্দায়। ২০২২ সালে ডিঙ্কো সিংয়ের বায়োপিক মুক্তি পেতে পারে। শুটিং শুরু হয়েছে। তবে আপাতত করোনার জন্য সব বন্ধ। সিনেমার পরিচালক রাজা কৃষ্ণন মেনন। ডিঙ্কো সিংয়ের ভূমিকায় দেখা যেতে পারে শাহিদ কাপুরকে।
জীবন হোক বা রিং, ডিঙ্কো সিংয়ের লড়াই অনবদ্য। এমন একজন ক্রীড়াব্যক্তিত্বের লড়াই এবার ফুটে উঠবে পর্দায়। ২০২২ সালে ডিঙ্কো সিংয়ের বায়োপিক মুক্তি পেতে পারে। শুটিং শুরু হয়েছে। তবে আপাতত করোনার জন্য সব বন্ধ। সিনেমার পরিচালক রাজা কৃষ্ণন মেনন। ডিঙ্কো সিংয়ের ভূমিকায় দেখা যেতে পারে শাহিদ কাপুরকে।
advertisement
advertisement
advertisement