টোকিও অলিম্পিক নিয়ে এখন গোটা বিশ্বেই উত্তেজনার পারদ চড়ে আছে। কোন দেশ কটা সোনা বা ব্রোঞ্জ পেল কিম্বা কোন দেশ শুধু চোখের জল নিয়েই বিদায় নিল অলিম্পিক থেকে, এখন চারিদিকে এই নিয়েই খবর। তার মাঝেই উঠে এল এক করুণ ছবি। ভারতীয় মহিলা হকি প্লেয়ারদের নানা করুণ ঘটনায় সামনে এসেছে। তার মাঝেই সকলের চোখে জল আনলেন চন্ডিগড়ের বক্সার রিতু । photo source ANI