পেল না মেসি-এমবাপে, কাতার বিশ্বকাপের সেরা গোল ঘোষণা করল ফিফা

Last Updated:
কাতার বিশ্বকাপ গোলের নিরিখে সর্বকালীন রেকর্ড গড়েছে। প্রতযোগিতার ইতিহাসে সর্বোচ্চ ১৭২টি গোল হয়েছে। এবাপ ফিফা ঘোষণা করল ২০২২ বিশ্বকাপের সব থেকে সেরা গোল কোনটি।
1/6
একমাসের ফুটবল বিশ্বযুদ্ধে একাধিক চোখ ধাঁধানো গোল করেছেন বিভিন্ন দেশের ফুটবলাররা। কিন্তু সেরার সেরা কোনটা তা নিয়ে চলছিল জল্পনা।
একমাসের ফুটবল বিশ্বযুদ্ধে একাধিক চোখ ধাঁধানো গোল করেছেন বিভিন্ন দেশের ফুটবলাররা। কিন্তু সেরার সেরা কোনটা তা নিয়ে চলছিল জল্পনা।
advertisement
2/6
অবশেষে বিশ্বকাপ ২০২২ -এর সেরা গোল কোনটি তা বেছে নিল ফিফা। এ বারের বিশ্বকাপে রেকর্ড ১৭২টি গোল হয়েছে। সেখান থেকে সিদ্ধান্ত নেওয়াটা মোটেই সহজ ছিল না।
অবশেষে বিশ্বকাপ ২০২২ -এর সেরা গোল কোনটি তা বেছে নিল ফিফা। এ বারের বিশ্বকাপে রেকর্ড ১৭২টি গোল হয়েছে। সেখান থেকে সিদ্ধান্ত নেওয়াটা মোটেই সহজ ছিল না।
advertisement
3/6
দ্বিতীয় গোলকরার পরই কোচ তিতে রিচার্লসনকে তুলে নেন। এই ম্যাচে হ্যাটট্রিক না হলেও ছাত্রের খিদেটা রেখে দিলেন ব্রাজিল কোচ। যা কােজ দেবে আগামি ম্যাচগুলিতে।
দ্বিতীয় গোলকরার পরই কোচ তিতে রিচার্লসনকে তুলে নেন। এই ম্যাচে হ্যাটট্রিক না হলেও ছাত্রের খিদেটা রেখে দিলেন ব্রাজিল কোচ। যা কােজ দেবে আগামি ম্যাচগুলিতে।
advertisement
4/6
বক্সের মধ্যে পাওযা বল রিসিভ করে চকিতে সাইড ভলিতে জালে জড়িয়ে দেন রিচার্লসন। যা গোটা বিশ্ব দেখে মুগ্ধ। ব্রাজিলের শৈল্পিক ফুটবলের অদ্ভূত নিদর্শন।
বক্সের মধ্যে পাওযা বল রিসিভ করে চকিতে সাইড ভলিতে জালে জড়িয়ে দেন রিচার্লসন। যা গোটা বিশ্ব দেখে মুগ্ধ। ব্রাজিলের শৈল্পিক ফুটবলের অদ্ভূত নিদর্শন।
advertisement
5/6
কিন্তু সেটাই শেষ নয়। ফুটবল বিশ্বকে মুগ্ধ করাটা বাকি ছিল ব্রাজিলের তরুণ তারকার। ম্যাচের ৭৩ মিনিটে সেই অদ্ভূত গোল।
কিন্তু সেটাই শেষ নয়। ফুটবল বিশ্বকে মুগ্ধ করাটা বাকি ছিল ব্রাজিলের তরুণ তারকার। ম্যাচের ৭৩ মিনিটে সেই অদ্ভূত গোল।
advertisement
6/6
 কিন্তু ফ্যানেরা ভোট দিয়ে রিচার্লসনের অ্যাক্রোবাটিক গোলকেই সেপা নির্বাচিত করেছেন। এই খবরে খুশি ব্রাজিল স্ট্রাইকারও। সামনে ক্লাব মরসুমে সাফল্য পাওয়াই তার লক্ষ্য।
কিন্তু ফ্যানেরা ভোট দিয়ে রিচার্লসনের অ্যাক্রোবাটিক গোলকেই সেপা নির্বাচিত করেছেন। এই খবরে খুশি ব্রাজিল স্ট্রাইকারও। সামনে ক্লাব মরসুমে সাফল্য পাওয়াই তার লক্ষ্য।
advertisement
advertisement
advertisement