#কলকাতা: নিখাত জরিন সাম্প্রতিক টার্কিতে আয়োজিত ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপের ফ্লাইটওয়েট ক্যাটাগরিতে সোনার পদক জিতে ইতিহাস তৈরি করেছেন৷ এই অভিজ্ঞতার সঙ্গে বা দেশে বক্সিংয়ে নতুন পোস্টার গার্ল হয়ে গেছে৷ নিখাতের এই অবধি সফর সহজ নয়৷ তাঁর আজও মনে রয়েছে তাঁর বাবার সঙ্গে দেখা করতে যাঁরা আসতেন তাঁরা বলতেন, ‘‘তুমি মেয়েকে বক্সিংয়ে দিয়েছ, এটা তো ছেলেদের খেলা, ওঁর সঙ্গে বিয়ে কে করবে? ’’ কিন্তু তাঁর বাবা সবসময়েই বলতেন ‘‘তুমি বক্সিংয়ে মনোসংযোগ কর৷ যখন তুমি বক্সিং রিংয়ে ভাল করবে তখন সকলে তোমার সঙ্গে ছবি তুলতে আসবে৷’’
এখন তাঁর লক্ষ্য অলিম্পিক্সে সোনার পদক জয়
নিখাত জরিন নিজের পরের স্বপ্ন অলিম্পিক্সে সোনা জয় করা৷ তিনি বলেন, ‘‘প্রতি খেলোয়াড়ের নিজের একটাই স্বপ্ন হয়৷ নিজের দেশের জন্য অলিম্পিক্সে সোনার পদক তাঁর ইচ্ছা৷ আমি অলিম্পিক্সে এই স্বপ্ন নিয়েই নামব৷ এর চেয়ে কম কিছু মঞ্জুর নয়৷ আমি এই লক্ষ্য পূরণের জন্য নামব৷ ’’