'আমার মা মোহনবাগানী, দাদা ইস্টবেঙ্গল, আমি...', ফুটবলে কার সমর্থক, জানালেন মমতা

Last Updated:
Cm Mamata Banerjee: ''মোহনবাগানের কথা উঠলে আমার মায়ের কথা মনে পড়ে।'' আবেগপ্রবণ মুখ্যমন্ত্রী।
1/6
মোহনবাগান ক্লাব তো অনেকের কাছেই মায়ের সমান। সবুজ-মেরুন ক্লাব মানেই সমর্থকদের কাছে মা-এর মতো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হৃদয়েও মোহনবাগানের জন্য আলাদা জায়গা রয়েছে।
মোহনবাগান ক্লাব তো অনেকের কাছেই মায়ের সমান। সবুজ-মেরুন ক্লাব মানেই সমর্থকদের কাছে মা-এর মতো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হৃদয়েও মোহনবাগানের জন্য আলাদা জায়গা রয়েছে।
advertisement
2/6
মোহনবাগান ক্লাবের কথা শুনলেই তাঁর মায়ের কথা মনে পড়ে। জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বললেন, আমরা তখন খুব ছোট।পেলে এসেছিল। বিদেশ বোস গোল দিয়েছিল।আমার মা হঠাৎ দেখি মা কালীকে পুজো পাঠাত।মোহনবাগানের খেলা হলেই মা কালীঘাটে পুজো পাঠাত। মা মোহনবাগান করত। দাদা ইস্টবেঙ্গল করে। আমি মহামেডানও করি।
মোহনবাগান ক্লাবের কথা শুনলেই তাঁর মায়ের কথা মনে পড়ে। জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বললেন, আমরা তখন খুব ছোট।পেলে এসেছিল। বিদেশ বোস গোল দিয়েছিল।আমার মা হঠাৎ দেখি মা কালীকে পুজো পাঠাত।মোহনবাগানের খেলা হলেই মা কালীঘাটে পুজো পাঠাত। মা মোহনবাগান করত। দাদা ইস্টবেঙ্গল করে। আমি মহামেডানও করি।
advertisement
3/6
মুখ্যমন্ত্রী এদিন বলেন, মোহনবাগানের কথা উঠলে আমার মায়ের কথা মনে পড়ে।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, মোহনবাগানের কথা উঠলে আমার মায়ের কথা মনে পড়ে।
advertisement
4/6
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, কত মানুষ খেলেছেন, কত মানুষ হেঁটে চলে গেছেন। কিন্তু আজ পর্যন্ত, এতদিন বাদেও, শতবর্ষ পেরিয়ে গেলেও ক্লাবের ঐতিহ্য কেউ ভুলতে পারিনি, পারবও না। আমরা যতই আধুনিক হই না কেন, ,মনের ভিতরে যে হৃদয় থেকে সেটাই মনে করিয়ে দেয় ঐতিহ্যের কথা।
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, কত মানুষ খেলেছেন, কত মানুষ হেঁটে চলে গেছেন। কিন্তু আজ পর্যন্ত, এতদিন বাদেও, শতবর্ষ পেরিয়ে গেলেও ক্লাবের ঐতিহ্য কেউ ভুলতে পারিনি, পারবও না। আমরা যতই আধুনিক হই না কেন, ,মনের ভিতরে যে হৃদয় থেকে সেটাই মনে করিয়ে দেয় ঐতিহ্যের কথা।
advertisement
5/6
মোহনবাগানের কথা উঠলেই তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। মোহনবাগান ক্লাবের আবেগ, ঐতিহ্য তাঁকেও স্পর্শ করে। এদিন সাফ জানালেন মুখ্যমন্ত্রী।
মোহনবাগানের কথা উঠলেই তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। মোহনবাগান ক্লাবের আবেগ, ঐতিহ্য তাঁকেও স্পর্শ করে। এদিন সাফ জানালেন মুখ্যমন্ত্রী।
advertisement
6/6
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরও বলেন, মোহনবাগানের তুলনা মোহনবাগান নিজেই। মোহনবাগানের সমৃদ্ধ ইতিহাস কে না জানে! একদিকে দেশের আন্দোলন হয়েছে। মোহনবাগান খেলার মধ্যে দিয়ে মানুষের মধ্যে জাতীয়তাবোধ পৌঁছে দিয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরও বলেন, মোহনবাগানের তুলনা মোহনবাগান নিজেই। মোহনবাগানের সমৃদ্ধ ইতিহাস কে না জানে! একদিকে দেশের আন্দোলন হয়েছে। মোহনবাগান খেলার মধ্যে দিয়ে মানুষের মধ্যে জাতীয়তাবোধ পৌঁছে দিয়েছে।
advertisement
advertisement
advertisement