MS Dhoni: সাধের লম্বা চুল এখন অতীত, ধোনি যেন সিনেমার নায়ক! আইপিএলের আগে নিউ লুকে মাহি, দেখুন ছবি
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
MS Dhoni New Hairstyle: সাধের লম্বা চুল এখন অতীত, ধোনি যেন সিনেমার নায়ক! আইপিএলের আগে নিউ লুকে মাহি। দেখুন সেই ছবি।
advertisement
advertisement
একটা সময় ছিল, যখন ধোনির লম্বা চুলের ফ্যান ছিল ভারতের ক্রিকেট ফ্যানরা৷ তাঁর মতো করেই অনেকে চুলের স্টাইল বদলে ফেলেছিল৷ কেরিয়ারের প্রান্তিকে দাঁড়িয়ে সেই লম্বা চুলেই কাঁচি চালিয়ে দিলেন ধোনি৷ স্টাইল চেঞ্জ, লুক চেঞ্জ৷ নতুন হেয়ারস্টাইলে ধোনির যা লুক, তাতে তিনি বলিউডে অনায়াসে ঢুকে যেতে পারেন৷ দেখুন সেই ছবি৷
advertisement
ভারতীয় দলের অনেক ক্রিকেটারই নিজের চুলের প্রতি একটু বেশিই যত্ন নেন৷ নানারকম স্টাইল করে বেড়ান৷ তবে অনেক আগে থেকেই ধোনি এই কাজটি করে আসছেন৷ গোটা কেরিয়ারেই তাঁকে ভিন্ন চুলের স্টাইলে বারবার দেখা গিয়েছে। আইকনিক লম্বা চুল থেকে মোহাক, পাঁচবারের আইপিএল-জয়ী অধিনায়ক সবকিছুই করেছেন। তবে আবারও তিনি আরও একটি স্টাইলিশ লুক নিয়ে এসেছেন। এবার ছোট চুলে চমক দিলেন মহেন্দ্র সিং ধোনি৷
advertisement
advertisement
আইপিএল গভর্নিং কাউন্সিল 2025 মেগা-নিলামের আগে লিগের ধরে রাখার নিয়ম সম্পর্কিত সর্বশেষ আদেশ ঘোষণা করেছে। অনেক সিএসকে ভক্তদের উদ্বিগ্ন ছিলেন, আদৌ ধোনিকে ফ্র্যাঞ্চাইজি ধরে রাখবে কি না তা নিয়ে। তবে ধোনি সিএসকেতেই থাকবে হয়তো, কতগুলি ম্যাচে খেলবেন সেটা একটা প্রশ্ন৷ কারণ, তাঁর দুই হাঁটুই ভোগাচ্ছে তাঁকে৷