'ভারতীয় বায়ুসেনার হাতে আরও মারাত্মক হয়ে উঠবে রাফাল', অভিনন্দন জানালেন এম এস ধোনি
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এ দিনই আম্বালায় আনুষ্ঠানিক ভাবে পাঁচটি রাফাল যুদ্ধবিমানকে আনুষ্ঠানিক ভাবে বায়ুসেনার অন্তর্ভুক্ত করা হয়৷
এ দিনই আম্বালায় আনুষ্ঠানিক ভাবে পাঁচটি রাফাল যুদ্ধবিমানকে আনুষ্ঠানিক ভাবে বায়ুসেনার অন্তর্ভুক্ত করা হয়৷ সেই অনুষ্ঠান চলাকালীনই ট্যুইটারে ধোনি লেখেন, 'বিশ্বের ৪.৫ জেনারেশনের সেরা যুদ্ধবিমান হিসেবে প্রমাণিত রাফাল এবার বিশ্বের শ্রেষ্ঠ ফাইটার পাইলটদের হাতে পড়বে৷ আমাদের পাইলটদের হাতে পড়ে এবং ভারতীয় বায়ুসেনার অন্যান্য যুদ্ধবিমানগুলির সাহায্যে এই শক্তিশালী পাখির মারণ ক্ষমতা আরও বাড়বে!'
advertisement
এ দিনই আম্বালায় আনুষ্ঠানিক ভাবে পাঁচটি রাফাল যুদ্ধবিমানকে আনুষ্ঠানিক ভাবে বায়ুসেনার অন্তর্ভুক্ত করা হয়৷ সেই অনুষ্ঠান চলাকালীনই ট্যুইটারে ধোনি লেখেন, 'বিশ্বের ৪.৫ জেনারেশনের সেরা যুদ্ধবিমান হিসেবে প্রমাণিত রাফাল এবার বিশ্বের শ্রেষ্ঠ ফাইটার পাইলটদের হাতে পড়বে৷ আমাদের পাইলটদের হাতে পড়ে এবং ভারতীয় বায়ুসেনার অন্যান্য যুদ্ধবিমানগুলির সাহায্যে এই শক্তিশালী পাখির মারণ ক্ষমতা আরও বাড়বে!'
advertisement
বায়ুসেনার যে ১৭ নম্বর স্কোয়াড্রোনের অংশ হল রাফাল, তাদেরকেও অভিনন্দন জানিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক৷ ট্যুইটারে তিনি লেখেন, 'আশা করি রাফাল Mirage 2000-এর অসাধারণ রেকর্ডকেও ছাপিয়ে যাবে৷ তবে SU30MKI এখনও আমার সবথেকে পছন্দেরই থাকবে৷' ভারতীয় সেনার সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল পদে রয়েছেন এম এস ধোনি৷
advertisement
advertisement