ধোনিকে পাননি বলে বিয়ে করেননি! রাঁচির মেয়ের কাণ্ডে সবাই হা, বসে আছেন গো ধরে

Last Updated:
Ms Dhoni: ধোনিকে পাননি। তাই বিয়েই করবেন না! এই মেয়ের জেদ চমকে দেবে।
1/7
সারা পৃথিবীতে তাঁর ভক্ত ছড়িয়ে। তার মধ্যে মহিলা ভক্তের সংখ্যাও কম নয়। ধোনি কাকে ছেড়ে কাকে দেখবেন! তবে ধোনির এমন ভক্ত হয়তো কমই আছে!
সারা পৃথিবীতে তাঁর ভক্ত ছড়িয়ে। তার মধ্যে মহিলা ভক্তের সংখ্যাও কম নয়। ধোনি কাকে ছেড়ে কাকে দেখবেন! তবে ধোনির এমন ভক্ত হয়তো কমই আছে!
advertisement
2/7
ধোনির ভক্ত নন তিনি, ধোনিকে মন-প্রাণ সঁপে ভালবাসেন। রাঁচিরই মেয়ে। নাম তাঁর লাবণ্য।
ধোনির ভক্ত নন তিনি, ধোনিকে মন-প্রাণ সঁপে ভালবাসেন। রাঁচিরই মেয়ে। নাম তাঁর লাবণ্য।
advertisement
3/7
লাবণ্য এখন চাকরিসূত্রে থাকেন বেঙ্গালুরুতে। সেখানে এক সংস্থায় সিনিয়র ম্যানেজার হিসেবে কাজ করেন। ৭ জুলাই ধোনির জন্মদিন ছিল। লাবণ্য চলে এসেছিলেন রাঁচিতে, ধোনির বাড়ির সামনে।
লাবণ্য এখন চাকরিসূত্রে থাকেন বেঙ্গালুরুতে। সেখানে এক সংস্থায় সিনিয়র ম্যানেজার হিসেবে কাজ করেন। ৭ জুলাই ধোনির জন্মদিন ছিল। লাবণ্য চলে এসেছিলেন রাঁচিতে, ধোনির বাড়ির সামনে।
advertisement
4/7
ধোনিকে এক ঝলক দেখতে চেয়েছিলেন লাবণ্য। ভেবেছিলেন, দেখা হলে একবার আই লাভ ইউ বলবেন। তবে সেটা হয়নি। ধোনির দেখা পাননি তিনি।
ধোনিকে এক ঝলক দেখতে চেয়েছিলেন লাবণ্য। ভেবেছিলেন, দেখা হলে একবার আই লাভ ইউ বলবেন। তবে সেটা হয়নি। ধোনির দেখা পাননি তিনি।
advertisement
5/7
ধোনির দেখা না পেয়ে আপাতত তাঁর ফার্মহাউসের বাইরে অপেক্ষা করবেন বলে ঠিক করেছেন লাবণ্য। এতদূর থেকে এসেছেন! একবার ধোনির দেখা না পেলে তিনি ফিরবেন না।
ধোনির দেখা না পেয়ে আপাতত তাঁর ফার্মহাউসের বাইরে অপেক্ষা করবেন বলে ঠিক করেছেন লাবণ্য। এতদূর থেকে এসেছেন! একবার ধোনির দেখা না পেলে তিনি ফিরবেন না।
advertisement
6/7
লাবণ্যর বাড়ির লোকজন মেয়ের বিয়ের জন্য জোরাজুরি করছেন। তবে লাবণ্য সিদ্ধান্তে অনড়। বিয়ে তিনি করবেন না। কারণ, ধোনির মতো আর কাউকে তিনি পাননি।
লাবণ্যর বাড়ির লোকজন মেয়ের বিয়ের জন্য জোরাজুরি করছেন। তবে লাবণ্য সিদ্ধান্তে অনড়। বিয়ে তিনি করবেন না। কারণ, ধোনির মতো আর কাউকে তিনি পাননি।
advertisement
7/7
লাবণ্য জানিয়েছেন, সাক্ষীর সঙ্গে ধোনির বিয়ে হওয়ায় তিনি হতাশ নন। তবে তিনি বহুদিন ধরে ধোনিকেই ভালবাসেন। তাঁর ভালবাসায় কোনও ভেজাল নেই। তাই এই জীবনটা তিনি বিয়ে না করেই কাটিয়ে দেবেন।
লাবণ্য জানিয়েছেন, সাক্ষীর সঙ্গে ধোনির বিয়ে হওয়ায় তিনি হতাশ নন। তবে তিনি বহুদিন ধরে ধোনিকেই ভালবাসেন। তাঁর ভালবাসায় কোনও ভেজাল নেই। তাই এই জীবনটা তিনি বিয়ে না করেই কাটিয়ে দেবেন।
advertisement
advertisement
advertisement