Mohammed Shami: নাকে নল, হাতে চ্যানেল, হাসপাতালের বিছানায় শুয়ে মহম্মদ শামি, কী পোস্ট করলেন স্পিডস্টার

Last Updated:
Mohammed Shami: সোশ্যাল মিডিয়ায় এই ফটো দিয়ে আইপিএল ২০২৪ নিয়ে কী বুঝিয়ে দিলেন
1/5
: স্পিডস্টার মহম্মদ শামি সোমবার তাঁর গোড়ালির চোটের কারণে ভুগছিলেন৷  অ্যাকিলিস টেন্ডন মেরামতের জন্য তাঁর গোড়ালিতে অপারেশন করালেন৷ সেই অস্ত্রোপচার সফল হয়েছে৷ তবে তাঁর সম্পূর্ণ ফিটনেস ফিরে পেতে এবং ক্রিকেটে ফিরে আসতে সময় লাগবে। সোমবার সন্ধ্যায়, শামি তাঁর  নিজের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ছবি শেয়ার করেছেন৷ পাশাপাশি তাঁর চোটের একটি আপডেট দিয়েছেন৷ 
: স্পিডস্টার মহম্মদ শামি সোমবার তাঁর গোড়ালির চোটের কারণে ভুগছিলেন৷  অ্যাকিলিস টেন্ডন মেরামতের জন্য তাঁর গোড়ালিতে অপারেশন করালেন৷ সেই অস্ত্রোপচার সফল হয়েছে৷ তবে তাঁর সম্পূর্ণ ফিটনেস ফিরে পেতে এবং ক্রিকেটে ফিরে আসতে সময় লাগবে। সোমবার সন্ধ্যায়, শামি তাঁর  নিজের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ছবি শেয়ার করেছেন৷ পাশাপাশি তাঁর চোটের একটি আপডেট দিয়েছেন৷ 
advertisement
2/5
হাসপাতালের বেড থেকে তাঁর অপারেশনের আপডেট দিয়েছেন৷ তাঁর অস্ত্রোপচার হয়েছে ব্রিটেনে৷ নিজের পোস্টে শামি লিখেছেন,  “এইমাত্র আমার অ্যাকিলিস টেন্ডনে একটি সফল হিল অপারেশন হয়েছে। রিকভারির জন্য কিছুটা সময় লাগবে তবে আমার নিজের পায়ে দাঁড়ানোর জন্য অধীর অপেক্ষায়৷ " শামি X-এ  হ্যান্ডেলে এই খবর জানিয়েছেন৷ Photo Courtesy- Mohammed Shami/ X account 
হাসপাতালের বেড থেকে তাঁর অপারেশনের আপডেট দিয়েছেন৷ তাঁর অস্ত্রোপচার হয়েছে ব্রিটেনে৷ নিজের পোস্টে শামি লিখেছেন,  “এইমাত্র আমার অ্যাকিলিস টেন্ডনে একটি সফল হিল অপারেশন হয়েছে। রিকভারির জন্য কিছুটা সময় লাগবে তবে আমার নিজের পায়ে দাঁড়ানোর জন্য অধীর অপেক্ষায়৷ " শামি X-এ  হ্যান্ডেলে এই খবর জানিয়েছেন৷ Photo Courtesy- Mohammed Shami/ X account 
advertisement
3/5
মহম্মদ শামি ভারতের ২০২৩এ  ওয়ানডে বিশ্বকাপ অভিযানের সময় চোট পেয়েছিলেন এবং ১৯ নভেম্বর নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে হারের পর থেকে শামি আর কোনও ক্রিকেট ম্যাচ খেলেননি৷ আর তাঁর পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো৷ 
মহম্মদ শামি ভারতের ২০২৩এ  ওয়ানডে বিশ্বকাপ অভিযানের সময় চোট পেয়েছিলেন এবং ১৯ নভেম্বর নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে হারের পর থেকে শামি আর কোনও ক্রিকেট ম্যাচ খেলেননি৷ আর তাঁর পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো৷ 
advertisement
4/5
ভারতীয় পেসার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরবর্তী T20I হোম সিরিজ এবং দক্ষিণ আফ্রিকা সফরও মিস করেন। বর্তমানের ইংল্যান্ডের সিরিজেও খেলেননি, পাশাপাশি তাঁর আইপিএলে খেলাও স্ক্যানারের নিচে৷ কারণ তাঁর সেরে উঠতে বেশ কিছুদিন সময় লাগবে৷ Photo Courtesy- Mohammed Shami/ X account 
ভারতীয় পেসার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরবর্তী T20I হোম সিরিজ এবং দক্ষিণ আফ্রিকা সফরও মিস করেন। বর্তমানের ইংল্যান্ডের সিরিজেও খেলেননি, পাশাপাশি তাঁর আইপিএলে খেলাও স্ক্যানারের নিচে৷ কারণ তাঁর সেরে উঠতে বেশ কিছুদিন সময় লাগবে৷ Photo Courtesy- Mohammed Shami/ X account 
advertisement
5/5
মহম্মদ শামির অনুপস্থিততেই ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া৷ দলে একাধিক সিনিয়র ক্রিকেটার না থাকা সত্ত্বেও ভারতীয় দল ঘরের মাঠে দারুণ পারফর্ম করেছে৷
মহম্মদ শামির অনুপস্থিততেই ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া৷ দলে একাধিক সিনিয়র ক্রিকেটার না থাকা সত্ত্বেও ভারতীয় দল ঘরের মাঠে দারুণ পারফর্ম করেছে৷
advertisement
advertisement
advertisement