Mohammed Shami: নাকে নল, হাতে চ্যানেল, হাসপাতালের বিছানায় শুয়ে মহম্মদ শামি, কী পোস্ট করলেন স্পিডস্টার
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Mohammed Shami: সোশ্যাল মিডিয়ায় এই ফটো দিয়ে আইপিএল ২০২৪ নিয়ে কী বুঝিয়ে দিলেন
: স্পিডস্টার মহম্মদ শামি সোমবার তাঁর গোড়ালির চোটের কারণে ভুগছিলেন৷ অ্যাকিলিস টেন্ডন মেরামতের জন্য তাঁর গোড়ালিতে অপারেশন করালেন৷ সেই অস্ত্রোপচার সফল হয়েছে৷ তবে তাঁর সম্পূর্ণ ফিটনেস ফিরে পেতে এবং ক্রিকেটে ফিরে আসতে সময় লাগবে। সোমবার সন্ধ্যায়, শামি তাঁর নিজের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ছবি শেয়ার করেছেন৷ পাশাপাশি তাঁর চোটের একটি আপডেট দিয়েছেন৷
advertisement
হাসপাতালের বেড থেকে তাঁর অপারেশনের আপডেট দিয়েছেন৷ তাঁর অস্ত্রোপচার হয়েছে ব্রিটেনে৷ নিজের পোস্টে শামি লিখেছেন, “এইমাত্র আমার অ্যাকিলিস টেন্ডনে একটি সফল হিল অপারেশন হয়েছে। রিকভারির জন্য কিছুটা সময় লাগবে তবে আমার নিজের পায়ে দাঁড়ানোর জন্য অধীর অপেক্ষায়৷ " শামি X-এ হ্যান্ডেলে এই খবর জানিয়েছেন৷ Photo Courtesy- Mohammed Shami/ X account
advertisement
advertisement
advertisement