Mohammed Shami Controversy: ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচের আগেও শামিকে নিয়ে উত্তাল, মাঠের মধ্যে পানীয় পান এবার কী হবে শামির

Last Updated:
Mohammed Shami Roza Row: ফাইনালের আগে উটকো বিতর্কে জেরবার শামি, এখন কী হবে
1/9
: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম অস্ট্রেলিয়া সেমিফাইনালে ম্যাচের দরুণ মহম্মদ শামিকে পানীয় সেবন করতে দেখা গিয়েছিল, তারপর থেকই দু ধরনের কথার লড়াই চলছে৷ তারপর থেকে শিরোনাম ছিনিয়ে নিয়েছেন৷ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জার্সি গায়ে তিনি আশ্চর্যজনক পারফর্ম করছেন, কিন্তু তা নয়, তার আলোচনার বিষয় অন্য কিছু। সর্বভারতীয় মুসলিম জামাতের সভাপতি মাওলানা শাহাবুদ্দিন রাজভি রমজানের সময় শামির রোজা না রাখার কথা বলে গোটা দেশে বিতর্কের আগুন ধরিয়ে দিয়েছেন৷ এরপর থেকেই সর্বত্র আলোচনা হচ্ছে।
: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম অস্ট্রেলিয়া সেমিফাইনালে ম্যাচের দরুণ মহম্মদ শামিকে পানীয় সেবন করতে দেখা গিয়েছিল, তারপর থেকই দু ধরনের কথার লড়াই চলছে৷ তারপর থেকে শিরোনাম ছিনিয়ে নিয়েছেন৷ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জার্সি গায়ে তিনি আশ্চর্যজনক পারফর্ম করছেন, কিন্তু তা নয়, তার আলোচনার বিষয় অন্য কিছু। সর্বভারতীয় মুসলিম জামাতের সভাপতি মাওলানা শাহাবুদ্দিন রাজভি রমজানের সময় শামির রোজা না রাখার কথা বলে গোটা দেশে বিতর্কের আগুন ধরিয়ে দিয়েছেন৷ এরপর থেকেই সর্বত্র আলোচনা হচ্ছে।
advertisement
2/9
তিনি বলেছিলেন, পরে, ‘‘অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি, মাওলানা শাহাবুদ্দিন রাজভি বেরেলভি, পবিত্র রমজান মাসে রোজা না রাখার জন্য শামিকে "অপরাধী" বলে বিতর্ক তৈরি করেন। তিন আরও বলেন, "অবশ্যই একটি ফরজ-অর্থাৎ কর্তব্য হল রোজা... যদি কোনও সুস্থ পুরুষ বা মহিলা রোজা পালন না করে, তাহলে তারা একজন বড় অপরাধী৷"
তিনি বলেছিলেন, পরে, ‘‘অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি, মাওলানা শাহাবুদ্দিন রাজভি বেরেলভি, পবিত্র রমজান মাসে রোজা না রাখার জন্য শামিকে "অপরাধী" বলে বিতর্ক তৈরি করেন। তিন আরও বলেন, "অবশ্যই একটি ফরজ-অর্থাৎ কর্তব্য হল রোজা... যদি কোনও সুস্থ পুরুষ বা মহিলা রোজা পালন না করে, তাহলে তারা একজন বড় অপরাধী৷"
advertisement
3/9
এমনকি সোশ্যাল মিডিয়াতেও ব্যবহারকারীরা দুই দলে বিভক্ত। এক পক্ষ বলছে, দেশের হয়ে খেলছেন বলে শামিকে রোজা রাখা উচিত নয় এবং দেশের হয়ে খেলতে গিয়ে তেষ্টা পেতে পারে, তাহলে রোজা রাখা ঠিক হবে না। একই সঙ্গে অপর পক্ষ বলছে এটা ইসলামবিরোধী। শামিকে রোজা রাখতে হবে।
এমনকি সোশ্যাল মিডিয়াতেও ব্যবহারকারীরা দুই দলে বিভক্ত। এক পক্ষ বলছে, দেশের হয়ে খেলছেন বলে শামিকে রোজা রাখা উচিত নয় এবং দেশের হয়ে খেলতে গিয়ে তেষ্টা পেতে পারে, তাহলে রোজা রাখা ঠিক হবে না। একই সঙ্গে অপর পক্ষ বলছে এটা ইসলামবিরোধী। শামিকে রোজা রাখতে হবে।
advertisement
4/9
একজন নেটিজেন লিখেছেন, “মহম্মদ শামি এই ধর্মান্ধদের ঘেউ ঘেউকে পাত্তা দেন না, তিনি তাঁর মিশনে নিয়োজিত আছেন। পরে সে সুন্দর করে উত্তর দিবে, তারপর এদের রোজা চুপ করে ঘুমিয়ে পড়বে৷’’ একজন ব্যবহারকারী লিখেছেন, “এসব দেখার কী আছে? দেশের চেয়ে বড় কিছু আছে কি? শামি দেশের গর্ব। জয় হিন্দ।’’
একজন নেটিজেন লিখেছেন, “মহম্মদ শামি এই ধর্মান্ধদের ঘেউ ঘেউকে পাত্তা দেন না, তিনি তাঁর মিশনে নিয়োজিত আছেন। পরে সে সুন্দর করে উত্তর দিবে, তারপর এদের রোজা চুপ করে ঘুমিয়ে পড়বে৷’’ একজন ব্যবহারকারী লিখেছেন, “এসব দেখার কী আছে? দেশের চেয়ে বড় কিছু আছে কি? শামি দেশের গর্ব। জয় হিন্দ।’’
advertisement
5/9
আরও একজন লিখেছেন ‘‘এসব দেখতে হবে কেন? দেশের চেয়ে বড় কিছু আছে কি? শামি দেশের গর্ব। জয় হিন্দ। যে মৌলানারা খেলাধূলার ঊর্ধ্বে ধর্মকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন তারা আসলে দেশের বিরুদ্ধে কাজ করছেন। ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ, যেখানে প্রত্যেক ব্যক্তির নিজের বিশ্বাস অনুসরণ করা বা না করার অধিকার রয়েছে।’’
আরও একজন লিখেছেন ‘‘এসব দেখতে হবে কেন? দেশের চেয়ে বড় কিছু আছে কি? শামি দেশের গর্ব। জয় হিন্দ। যে মৌলানারা খেলাধূলার ঊর্ধ্বে ধর্মকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন তারা আসলে দেশের বিরুদ্ধে কাজ করছেন। ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ, যেখানে প্রত্যেক ব্যক্তির নিজের বিশ্বাস অনুসরণ করা বা না করার অধিকার রয়েছে।’’
advertisement
6/9
আরও একজন লিখেছেন, ‘‘ রোজা রাখা কি ঠিক হবে না রোজা রাখা যাবে? ব্যাপারটা মানুষ আর আল্লাহর মধ্যে,  ধরুন "মহম্মদ শামি" জাতীয় দায়িত্বে ছিলেন, সম্মত, জাতীয় কর্তব্য তার জন্য "সর্বপ্রধান",  কিন্তু রমজান মাসে, খোলামেলাভাবে পান করা কি রোজাকে অসম্মান করা নয়?’’
আরও একজন লিখেছেন, ‘‘ রোজা রাখা কি ঠিক হবে না রোজা রাখা যাবে? ব্যাপারটা মানুষ আর আল্লাহর মধ্যে,  ধরুন "মহম্মদ শামি" জাতীয় দায়িত্বে ছিলেন, সম্মত, জাতীয় কর্তব্য তার জন্য "সর্বপ্রধান",  কিন্তু রমজান মাসে, খোলামেলাভাবে পান করা কি রোজাকে অসম্মান করা নয়?’’
advertisement
7/9
এদিকে রোহিতের চেহারা নিয়ে ফ্যাটশেমিং বিতর্কে জড়িয়ে পড়া কংগ্রেসের শামা মহম্মদ শামির সমর্থনে কথা বলেন, ‘‘ভারতীয় ক্রিকেটারকে ভ্রমণের সময় রোজা রাখতে হবে না।’’ তিনি আরও বলেন “ইসলামে, রমজানের সময় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। যখন আমরা ভ্রমণ করি, তখন আমাদের রোজা রাখার প্রয়োজন হয় না (রোজা), তাই মোহাম্মদ শামি ভ্রমণ করছেন এবং তিনি নিজের জায়গায় নেই।”
এদিকে রোহিতের চেহারা নিয়ে ফ্যাটশেমিং বিতর্কে জড়িয়ে পড়া কংগ্রেসের শামা মহম্মদ শামির সমর্থনে কথা বলেন, ‘‘ভারতীয় ক্রিকেটারকে ভ্রমণের সময় রোজা রাখতে হবে না।’’ তিনি আরও বলেন “ইসলামে, রমজানের সময় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। যখন আমরা ভ্রমণ করি, তখন আমাদের রোজা রাখার প্রয়োজন হয় না (রোজা), তাই মোহাম্মদ শামি ভ্রমণ করছেন এবং তিনি নিজের জায়গায় নেই।”
advertisement
8/9
তিনিও আরও বলেন, ‘‘সে এমন একটা খেলাধুলা খেলছে যেখানে তার খুব তৃষ্ণা লেগে যেতে পারে। কেউ জোর করে বলে না যে যখন তুমি খেলাধুলা খেলবে, তখন তোমাকে রোজা রাখতে হবে... তোমার আমল খুবই গুরুত্বপূর্ণ। এটি (ইসলাম) একটি অত্যন্ত বিজ্ঞানসম্মক ধর্ম৷’’
তিনিও আরও বলেন, ‘‘সে এমন একটা খেলাধুলা খেলছে যেখানে তার খুব তৃষ্ণা লেগে যেতে পারে। কেউ জোর করে বলে না যে যখন তুমি খেলাধুলা খেলবে, তখন তোমাকে রোজা রাখতে হবে... তোমার আমল খুবই গুরুত্বপূর্ণ। এটি (ইসলাম) একটি অত্যন্ত বিজ্ঞানসম্মক ধর্ম৷’’
advertisement
9/9
তবে, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মাওলানা খালিদ রশিদ ফিরাঙ্গি মাহালি শামির পক্ষে সাফাই গেয়েছেন। "ইসলামে রোজা রাখা বাধ্যতামূলক, কিন্তু কুরআনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে যদি কোনও ব্যক্তি ভ্রমণ করেন বা অসুস্থ থাকেন, তাহলে তাদের রোজা না রাখার বিকল্প রয়েছে। শামি আন্তর্জাতিক সফরে ছিলেন, তাই তার কাছে এই বিকল্প ছিল। কারও তার দিকে আঙুল তোলার অধিকার নেই," তিনি বলেন।
তবে, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মাওলানা খালিদ রশিদ ফিরাঙ্গি মাহালি শামির পক্ষে সাফাই গেয়েছেন। "ইসলামে রোজা রাখা বাধ্যতামূলক, কিন্তু কুরআনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে যদি কোনও ব্যক্তি ভ্রমণ করেন বা অসুস্থ থাকেন, তাহলে তাদের রোজা না রাখার বিকল্প রয়েছে। শামি আন্তর্জাতিক সফরে ছিলেন, তাই তার কাছে এই বিকল্প ছিল। কারও তার দিকে আঙুল তোলার অধিকার নেই," তিনি বলেন।
advertisement
advertisement
advertisement