Mohammed Shami and Ajit Agarkar: বিস্ফোরক শামি, কলকাতায় রনজি খেলতে এসে নির্বাচকদের এক হাত নিলেন বঙ্গ স্পিডস্টার

Last Updated:
Mohammed Shami and Ajit Agarkar: বেনজির শামি! সাধারণত মুখচোরা স্বভাবের বলেই সকলে জানে, কিন্তু দীর্ঘদিন ধরে দলে জায়গা না পাওয়ায় আর হারালেন নিয়ন্ত্রণ
1/5
কলকাতা: কলকাতায় বাংলার হয়ে রনজি খেলতে এসেই বিস্ফোরক মহম্মদ শামি। ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক প্রধান অজিত আগরকরকে একহাত ভারতীয় পেসারের।
কলকাতা: কলকাতায় বাংলার হয়ে রনজি খেলতে এসেই বিস্ফোরক মহম্মদ শামি। ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক প্রধান অজিত আগরকরকে একহাত ভারতীয় পেসারের।
advertisement
2/5
জাতীয় দলে দীর্ঘদিন ধরেই জায়গা হচ্ছে না বাংলার এই পেসারের৷ এবার  ব্রাত্য মহম্মদ শামি আর রাখঢাক না করেই নিজের জায়গা ফিরে পাওয়ার জন্য সওয়াল করলেন৷
জাতীয় দলে দীর্ঘদিন ধরেই জায়গা হচ্ছে না বাংলার এই পেসারের৷ এবার  ব্রাত্য মহম্মদ শামি আর রাখঢাক না করেই নিজের জায়গা ফিরে পাওয়ার জন্য সওয়াল করলেন৷
advertisement
3/5
News18 Bangla-র প্রশ্নে বিস্ফোরক উত্তর শামির৷ তাঁর ফিটনেস প্রশ্নে তাঁর জাতীয় নির্বাচকদের অনাগ্রহের কথা জানিয়েছেন৷ তিনি বলেছেন, ‘‘আপডেট থাকতে গেলে আপডেট চাইতে হবে। আমার কাজ আপডেট দেওয়া নয়। এনসিএ-তে রিহ্যাবে ছিলাম।’’ Photo- File
News18 Bangla-র প্রশ্নে বিস্ফোরক উত্তর শামির৷ তাঁর ফিটনেস প্রশ্নে তাঁর জাতীয় নির্বাচকদের অনাগ্রহের কথা জানিয়েছেন৷ তিনি বলেছেন, ‘‘আপডেট থাকতে গেলে আপডেট চাইতে হবে। আমার কাজ আপডেট দেওয়া নয়। এনসিএ-তে রিহ্যাবে ছিলাম।’’ Photo- File
advertisement
4/5
তিনি আরও বলেন,  ‘‘সেখান থেকেও খবর পাওয়া যায়। আমি ফিট বলেই এখানে খেলতে এসেছি। চারদিনের ম্যাচ যখন খেলতে পারছি, তখন ৫০ ওভারও খেলার জন্য তৈরি।’’
তিনি আরও বলেন,  ‘‘সেখান থেকেও খবর পাওয়া যায়। আমি ফিট বলেই এখানে খেলতে এসেছি। চারদিনের ম্যাচ যখন খেলতে পারছি, তখন ৫০ ওভারও খেলার জন্য তৈরি।’’
advertisement
5/5
অস্ট্রেলিয়া সফরে বাদ পড়ায় নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকরের উপর ক্ষোভ উগড়ে দিলেন মহম্মদ শামি। Input- Eeron Roy Burman 
অস্ট্রেলিয়া সফরে বাদ পড়ায় নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকরের উপর ক্ষোভ উগড়ে দিলেন মহম্মদ শামি। Input- Eeron Roy Burman
advertisement
advertisement
advertisement