Mohammad Shami : হিয়ারিং-এ এলেন না শামি! এসআইআর ফর্মে কেন কিছুই লিখতে পারেননি ভারতীয় তারকা, জানা গেল কারণ

Last Updated:
Mohammad Shami : ২০০২ এর তালিকায় কোনওভাবেই ম্যাপিং করা সম্ভব নয় মহম্মদ শামির। এই কারণেই কোনও তথ্যই লিখতে পারেননি ভারতীয় দলের সুপারস্টার।
1/6
বাংলার ভোটার মহম্মদ শামি। তবে এবার তাঁকেও ডাকা হয়েছে এসআইআর শুনানিতে। সাউথ সিটির পিছনে কাটজুনগর স্কুলে SIR শুনানিতে ডাকা হয় শামিকে। আর তাতে বেশ হতবাক শামি নিজেও।
বাংলার ভোটার মহম্মদ শামি। তবে এবার তাঁকেও ডাকা হয়েছে এসআইআর শুনানিতে। সাউথ সিটির পিছনে কাটজুনগর স্কুলে SIR শুনানিতে ডাকা হয় শামিকে। আর তাতে বেশ হতবাক শামি নিজেও।
advertisement
2/6
২০০৪-২০০৫ তে কলকাতায় আসেন মহম্মগ শামি। প্রথম ক্লাব ডালহৌসি। তার পর সেখান থেকে টাউন ক্লাবে খেলা। সেখান থেকে বাংলা দলে সুযোগ। পরবর্তীতে ক্লাব ক্রিকেটে মোহনবাগান। এখনও সেই দলের সদস্য তিনি।
২০০৪-২০০৫ তে কলকাতায় আসেন মহম্মদ শামি। প্রথম ক্লাব ডালহৌসি। তার পর সেখান থেকে টাউন ক্লাবে খেলা। সেখান থেকে বাংলা দলে সুযোগ। পরবর্তীতে ক্লাব ক্রিকেটে মোহনবাগান। এখনও সেই দলের সদস্য তিনি।
advertisement
3/6
বাংলার হয়ে খেলতে খেলতে ভারতীয় দলের সুযোগ পেয়ে যান শামি। প্রথমদিকে শামির একটি সমস্যাও হয়েছিল। শামি আহমেদ নাম ছিল তাঁর। পরবর্তীতে সেটা মহম্মদ শামি করে নেন।কলকাতাতে ভোটও দিয়েছেন শামি।
বাংলার হয়ে খেলতে খেলতে ভারতীয় দলের সুযোগ পেয়ে যান শামি। প্রথমদিকে শামির একটি সমস্যাও হয়েছিল। শামি আহমেদ নাম ছিল তাঁর। পরবর্তীতে সেটা মহম্মদ শামি করে নেন।কলকাতাতে ভোটও দিয়েছেন শামি।
advertisement
4/6
উত্তরপ্রদেশের মুরাদাবাদের সাহসপুরে জন্ম শামির। ২০০২ সালে কলকাতায় তিনি ছিলেন না। তাঁর পরিবারের কোনও সদস্যের নাম ২০০২ সালের ভোটার তালিকায় নেই। কারণ সামির বাবা-মা দুজনেই উত্তর প্রদেশের ভোটার। বাবা মারা গেছেন। কলকাতায় আসার পর ভোটার কার্ড হয় শামির।
উত্তরপ্রদেশের মুরাদাবাদের সাহসপুরে জন্ম শামির। ২০০২ সালে কলকাতায় তিনি ছিলেন না। তাঁর পরিবারের কোনও সদস্যের নাম ২০০২ সালের ভোটার তালিকায় নেই। কারণ সামির বাবা-মা দুজনেই উত্তর প্রদেশের ভোটার। বাবা মারা গেছেন। কলকাতায় আসার পর ভোটার কার্ড হয় শামির।
advertisement
5/6
২০০২ এর তালিকায় কোনওভাবেই ম্যাপিং করা সম্ভব নয় শামির। এই কারণেই কোনও তথ্যই লিখতে পারেননি ভারতীয় দলের সুপারস্টার। আজ কারজুনগর হাইস্কুলে শুনানিতে যখন ডাকা হয় তখন ইমেইল মারফত তিনি জানিয়ে দেন, বাংলার হয়ে খেলতে ব্যস্ত থাকায় আসতে পারছেন না।
২০০২ এর তালিকায় কোনওভাবেই ম্যাপিং করা সম্ভব নয় শামির। এই কারণেই কোনও তথ্যই লিখতে পারেননি ভারতীয় দলের সুপারস্টার। আজ কারজুনগর হাইস্কুলে শুনানিতে যখন ডাকা হয় তখন ইমেইল মারফত তিনি জানিয়ে দেন, বাংলার হয়ে খেলতে ব্যস্ত থাকায় আসতে পারছেন না।
advertisement
6/6
এদিকে শামি বলেছেন, আমি বাংলার ক্রিকেটার বাংলাতেই আছি। এখানকার ভোটার তালিকাতেই নিজের নাম রাখব।
এদিকে শামি বলেছেন, আমি বাংলার ক্রিকেটার বাংলাতেই আছি। এখানকার ভোটার তালিকাতেই নিজের নাম রাখব।
advertisement
advertisement
advertisement