IND vs AUS: দক্ষিণ আফ্রিকায় ম্যাচ না খেলে মেলবোর্নে স্ত্রী-র ব্যাটিং-তাণ্ডব দেখলেন স্টার্ক

Last Updated:
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের শেষ ওয়ান ডে-তে খেলেননি স্টার্ক ৷ শুধুমাত্র এই একটাই কারণে ৷
1/5
স্ত্রী খেলছেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ ৷ এই ম্যাচ মিস করতে চাননি স্বামী মিচেল স্টার্ক ৷ স্ত্রী অ্যালিসা হিলির খেলা দেখার জন্য দক্ষিণ আফ্রিকা থেকে অস্ট্রেলিয়ায় উড়ে এসেছিলেন স্টার্ক ৷
স্ত্রী খেলছেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ ৷ এই ম্যাচ মিস করতে চাননি স্বামী মিচেল স্টার্ক ৷ স্ত্রী অ্যালিসা হিলির খেলা দেখার জন্য দক্ষিণ আফ্রিকা থেকে অস্ট্রেলিয়ায় উড়ে এসেছিলেন স্টার্ক ৷
advertisement
2/5
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের শেষ ওয়ান ডে-তে খেলেননি স্টার্ক ৷ শুধুমাত্র এই একটাই কারণে ৷ Photo Courtesy: ICC/Twitter
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের শেষ ওয়ান ডে-তে খেলেননি স্টার্ক ৷ শুধুমাত্র এই একটাই কারণে ৷ Photo Courtesy: ICC/Twitter
advertisement
3/5
প্রায় ১০ হাজার কিমি পাড়ি দিয়ে অস্ট্রেলিয়ায় ফেরাটা বৃথা যায়নি স্টার্কের ৷ ফাইনালে স্ত্রী-র খেলা এদিন মুগ্ধই করল তাঁকে ৷ Photo Courtesy: ICC/Twitter
প্রায় ১০ হাজার কিমি পাড়ি দিয়ে অস্ট্রেলিয়ায় ফেরাটা বৃথা যায়নি স্টার্কের ৷ ফাইনালে স্ত্রী-র খেলা এদিন মুগ্ধই করল তাঁকে ৷ Photo Courtesy: ICC/Twitter
advertisement
4/5
ওপেন করতে নেমে হিলির মাত্র ৩৯ বলে ৭৫ রানের ইনিংসের সৌজন্যেই শুরুতেই ব্যাকফুটে চলে যায় ভারত ৷ Photo Courtesy: ICC/Twitter
ওপেন করতে নেমে হিলির মাত্র ৩৯ বলে ৭৫ রানের ইনিংসের সৌজন্যেই শুরুতেই ব্যাকফুটে চলে যায় ভারত ৷ Photo Courtesy: ICC/Twitter
advertisement
5/5
 এই এমসিজি-তেই পাঁচ বছর আগে বল হাতে আগুন ধরিয়েছিলেন স্টার্ক। ২০১৫ বিশ্বকাপের একপেশে ফাইনালে স্টার্ক শুরুতেই আঘাত হেনেছিলেন নিউজিল্যান্ড শিবিরে। অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালামকে বোল্ড করেন অজি পেসার। পরে রঞ্চির উইকেটও নেন স্টার্ক।  Photo Courtesy: ICC/Twitter
এই এমসিজি-তেই পাঁচ বছর আগে বল হাতে আগুন ধরিয়েছিলেন স্টার্ক। ২০১৫ বিশ্বকাপের একপেশে ফাইনালে স্টার্ক শুরুতেই আঘাত হেনেছিলেন নিউজিল্যান্ড শিবিরে। অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালামকে বোল্ড করেন অজি পেসার। পরে রঞ্চির উইকেটও নেন স্টার্ক। Photo Courtesy: ICC/Twitter
advertisement
advertisement
advertisement