1/ 5


স্ত্রী খেলছেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ ৷ এই ম্যাচ মিস করতে চাননি স্বামী মিচেল স্টার্ক ৷ স্ত্রী অ্যালিসা হিলির খেলা দেখার জন্য দক্ষিণ আফ্রিকা থেকে অস্ট্রেলিয়ায় উড়ে এসেছিলেন স্টার্ক ৷
2/ 5


দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের শেষ ওয়ান ডে-তে খেলেননি স্টার্ক ৷ শুধুমাত্র এই একটাই কারণে ৷ Photo Courtesy: ICC/Twitter
3/ 5


প্রায় ১০ হাজার কিমি পাড়ি দিয়ে অস্ট্রেলিয়ায় ফেরাটা বৃথা যায়নি স্টার্কের ৷ ফাইনালে স্ত্রী-র খেলা এদিন মুগ্ধই করল তাঁকে ৷ Photo Courtesy: ICC/Twitter
4/ 5


ওপেন করতে নেমে হিলির মাত্র ৩৯ বলে ৭৫ রানের ইনিংসের সৌজন্যেই শুরুতেই ব্যাকফুটে চলে যায় ভারত ৷ Photo Courtesy: ICC/Twitter