Mb vs EB: হাতে কয়েক ঘণ্টা, বল গড়ানোর আগে নাটক চরমে, ডার্বি বয়কট ইস্টবেঙ্গলের

Last Updated:
Mb vs EB: মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচের আগে চরম সিদ্ধান্ত!
1/5
: নজিরবিহীন ঘটনা। কলকাতায় ডার্বি। অথচ মাঠে থাকছেন না ইস্টবেঙ্গলের কোন ক্লাবকর্তা। দশের আইএসএলের প্রথম ডার্বি বলে কথা। সুপার কাপ জিতে ভাল ছন্দে কার্লোস কুয়াদ্রাতের দল। ঠিক এই সময়েই কেন যুবভারতীর ডার্বি বয়কটের সিদ্ধান্ত ইস্টবেঙ্গল ক্লাবকর্তাদের? ক্লাব সূত্রে খবর, বিনিয়োগকারী সংস্থা ইমামির সঙ্গে টিকিট বন্টন ইস্যুতে দেবব্রত সরকারদের মতবিরোধ অন্তর্দ্বন্দের চেহারা নিয়েছে। যার ফলে শনিবাসরীয় সন্ধ্যায় ডার্বি বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন দেবব্রত সরকার, রূপক সাহা, সৈকত গঙ্গোপাধ্যায়রা।
: নজিরবিহীন ঘটনা। কলকাতায় ডার্বি। অথচ মাঠে থাকছেন না ইস্টবেঙ্গলের কোন ক্লাবকর্তা। দশের আইএসএলের প্রথম ডার্বি বলে কথা। সুপার কাপ জিতে ভাল ছন্দে কার্লোস কুয়াদ্রাতের দল। ঠিক এই সময়েই কেন যুবভারতীর ডার্বি বয়কটের সিদ্ধান্ত ইস্টবেঙ্গল ক্লাবকর্তাদের? ক্লাব সূত্রে খবর, বিনিয়োগকারী সংস্থা ইমামির সঙ্গে টিকিট বন্টন ইস্যুতে দেবব্রত সরকারদের মতবিরোধ অন্তর্দ্বন্দের চেহারা নিয়েছে। যার ফলে শনিবাসরীয় সন্ধ্যায় ডার্বি বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন দেবব্রত সরকার, রূপক সাহা, সৈকত গঙ্গোপাধ্যায়রা।
advertisement
2/5
পরিবর্তে লেসলি ক্লডিয়াস সরণীতে ক্লাবতাঁবুতে বসে ম্যাচ দেখার সিদ্ধান্ত নিয়েছেন সাবেকি ক্লাবকর্তারা। এই প্রসঙ্গে রূপক সাহাদের বক্তব্য,‘টিকিটের সমস্যা রয়েছে। তাই মাঠে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এগজিকিউটিভ কমিটির সদস্যরা। ক্লাবে একসঙ্গে বসে টেলিভিশনে খেলা দেখেই দলকে সমর্থন করব।।’
পরিবর্তে লেসলি ক্লডিয়াস সরণীতে ক্লাবতাঁবুতে বসে ম্যাচ দেখার সিদ্ধান্ত নিয়েছেন সাবেকি ক্লাবকর্তারা। এই প্রসঙ্গে রূপক সাহাদের বক্তব্য,‘টিকিটের সমস্যা রয়েছে। তাই মাঠে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এগজিকিউটিভ কমিটির সদস্যরা। ক্লাবে একসঙ্গে বসে টেলিভিশনে খেলা দেখেই দলকে সমর্থন করব।।’
advertisement
3/5
দুর্ভাগ্যজনক বললেও কম বলা হয়। সুপার কাপ জয়ের পর দারুণ ছন্দে কুয়াদ্রাতের টিম ইস্টবেঙ্গল। এই অবস্থায় টিকিটের ভাগ বাটোয়ারা নিয়ে ক্লাবকর্তাদের সঙ্গে বিনিয়োগকারীদের অন্তর্কলহ মোটেই ক্লাবের জন্য ইতিবাচক নয়। আজকের ম্যাচ মোহনবাগানের হোম ম্যাচ। ফলে আয়োজক হিসেবে টিকিট বন্টনের সিদ্ধান্ত সবুজ-মেরুন কর্তাদের।
দুর্ভাগ্যজনক বললেও কম বলা হয়। সুপার কাপ জয়ের পর দারুণ ছন্দে কুয়াদ্রাতের টিম ইস্টবেঙ্গল। এই অবস্থায় টিকিটের ভাগ বাটোয়ারা নিয়ে ক্লাবকর্তাদের সঙ্গে বিনিয়োগকারীদের অন্তর্কলহ মোটেই ক্লাবের জন্য ইতিবাচক নয়। আজকের ম্যাচ মোহনবাগানের হোম ম্যাচ। ফলে আয়োজক হিসেবে টিকিট বন্টনের সিদ্ধান্ত সবুজ-মেরুন কর্তাদের।
advertisement
4/5
আয়োজক ক্লাবের পক্ষ থেকে ১০০ ভিভিআইপি ও কম-বেশি ২০০ ভিআইপি টিকিট ইস্টবেঙ্গলের বিনিযোগকারী সংস্থা ইমামির অফিসে পাঠানো হয়। লাল হলুদ ক্লাব কর্তারা সেখান থেকে পঞ্চাশ শতাংশ টিকিট দাবি করেন। কিন্তু সৌজন্যের কেয়ার না করে ক্লাবকে কোনও ভিভিআইপি গ্যালারির টিকিটই পাঠায়নি ইমামির কর্তাব্যক্তিরা। ফলে ক্লাবকর্তারা ডার্বি বয়কটের সিদ্ধান্ত নেন।
আয়োজক ক্লাবের পক্ষ থেকে ১০০ ভিভিআইপি ও কম-বেশি ২০০ ভিআইপি টিকিট ইস্টবেঙ্গলের বিনিযোগকারী সংস্থা ইমামির অফিসে পাঠানো হয়। লাল হলুদ ক্লাব কর্তারা সেখান থেকে পঞ্চাশ শতাংশ টিকিট দাবি করেন। কিন্তু সৌজন্যের কেয়ার না করে ক্লাবকে কোনও ভিভিআইপি গ্যালারির টিকিটই পাঠায়নি ইমামির কর্তাব্যক্তিরা। ফলে ক্লাবকর্তারা ডার্বি বয়কটের সিদ্ধান্ত নেন।
advertisement
5/5
ডার্বির সাম্প্রতিক ইতিহাসে এমন ঘটনা ঘটেনি। মাঠে ইস্টবেঙ্গল বা মোহনবাগান খেলছে অথচ সেই ক্লাবের একজন কর্মকর্তাও মাঠে থাকছেন না। Input- Paradip Ghosh
ডার্বির সাম্প্রতিক ইতিহাসে এমন ঘটনা ঘটেনি। মাঠে ইস্টবেঙ্গল বা মোহনবাগান খেলছে অথচ সেই ক্লাবের একজন কর্মকর্তাও মাঠে থাকছেন না। Input- Paradip Ghosh
advertisement
advertisement
advertisement