৬ বার বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনার পদক জেতা ভারতী বক্সার মেরি কমের হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে। কমনওয়েলথ গেমসের ৪৮ কেজি ট্রায়ালের সময় চোট পেয়েছিলেন মেরি কম। সেই চোট তাঁকে গত কয়েকদিন ধরে ভুগিয়েছে। মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে মেরি কমের হাঁটুর অস্ত্রোপচার হয়েছে। এবার বার্মিহামে কমনওয়েলথ গেমসে অংশ নিতে পারেননি মেরি কম। ২০১৮ সালে তিনি দেশের প্রথম মহিলা বক্সার হিসেবে কমনওয়েলথে সোনা জিতেছিলেন। কমনওয়েলথের জন্য বিশ্ব চ্যাম্পিয়নশিপে না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন মেরি কম। কিন্তু সেই কমনওয়েলথেই খেলা হল না তাঁর।