Maria Sharapova: 'কোর্টে চেঁচায়, বিছানায় হতাশ করে', মা হতে চলা শারাপোভাকে নিয়ে বলেছিলেন তাঁর প্রাক্তন

Last Updated:
Maria Sharapova: শারাপোভার এক্স বয়ফ্রেন্ডের তালিকা দীর্ঘ। তবে এই গায়ক যা দাবি করেছিলেন, আর কেউ করেননি।
1/5
পাঁচবারের গ্র্যান্ড স্লাম জয়ী তিনি। বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রীড়াব্যক্তিত্ব। সেই  মারিয়া শারাপোভা এবার মা হতে চলেছেন।
পাঁচবারের গ্র্যান্ড স্লাম জয়ী তিনি। বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রীড়াব্যক্তিত্ব। সেই মারিয়া শারাপোভা এবার মা হতে চলেছেন।
advertisement
2/5
 ব্রিটিশ ব্যবসায়ী আলেকজান্ডার গিলকেসের সঙ্গে ২০১৮ সাল থেকে সম্পর্কে রয়েছে টেনিসের প্রাক্তন তারকা শারাপোভা। এবার তাঁদের ঘরে আসতে চলেছে প্রথম সন্তান।
ব্রিটিশ ব্যবসায়ী আলেকজান্ডার গিলকেসের সঙ্গে ২০১৮ সাল থেকে সম্পর্কে রয়েছে টেনিসের প্রাক্তন তারকা শারাপোভা। এবার তাঁদের ঘরে আসতে চলেছে প্রথম সন্তান।
advertisement
3/5
৩৫তম জন্মদিনে শারাপোভা জানিয়েছেন, তিনি সন্তানসম্ভবা। ২০২০ সালে গিলকেসের সঙ্গে তাঁর বিয়ে হয়।
৩৫তম জন্মদিনে শারাপোভা জানিয়েছেন, তিনি সন্তানসম্ভবা। ২০২০ সালে গিলকেসের সঙ্গে তাঁর বিয়ে হয়।
advertisement
4/5
শারপোভআর জীবনে কিন্তু বারবার প্রেম এসেছিল। বয়ফ্রেন্ডের তালিকায় গায়ক, গলফার, ফুটবলার, ব্যবসায়ী কে নেই! তবে সেসব প্রেম টেকেনি। ফলে গিলকেসের সঙ্গে মাশা সম্পর্কের কথা ঘোষণা করতে অনেকে অবাকই হয়েছিলেন।
শারপোভআর জীবনে কিন্তু বারবার প্রেম এসেছিল। বয়ফ্রেন্ডের তালিকায় গায়ক, গলফার, ফুটবলার, ব্যবসায়ী কে নেই! তবে সেসব প্রেম টেকেনি। ফলে গিলকেসের সঙ্গে মাশা সম্পর্কের কথা ঘোষণা করতে অনেকে অবাকই হয়েছিলেন।
advertisement
5/5
গায়ক অ্যাডাম লেভাইন ছিলেন মাশার প্রাক্তন প্রেমিক। তিনি যা দাবি করেছিলেন, শারাপোভার আর কোনও প্রেমিক তা করেননি। লেভাইন বলেছিলেন, মাশা কোর্টে খুব চেঁচায়। তবে বিছানায় ও হতাশ করে। ওর সঙ্গে যৌন সম্পর্কের সময় উত্তেজনা অনুভব করিনি।
গায়ক অ্যাডাম লেভাইন ছিলেন মাশার প্রাক্তন প্রেমিক। তিনি যা দাবি করেছিলেন, শারাপোভার আর কোনও প্রেমিক তা করেননি। লেভাইন বলেছিলেন, মাশা কোর্টে খুব চেঁচায়। তবে বিছানায় ও হতাশ করে। ওর সঙ্গে যৌন সম্পর্কের সময় উত্তেজনা অনুভব করিনি।
advertisement
advertisement
advertisement