রাজ্যের পর এবার দেশ! জাতীয় স্তরে কবাডিতে মাঠ কাঁপাবে মালদহের 'এই' ১৩ খেলোয়াড়, জানুন

Last Updated:
রাজ্য স্তরের স্কুল কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, রানার্স এবং কোয়ার্টার ফাইনালে ভাল খেলায় জাতীয় স্তরে খেলার সুযোগ হয়েছে তাঁদের।
1/6
রাজ্য স্তরের পর এবারে জাতীয় স্তরে কাবাডি খেলার সুযোগ হল মালদহের ১৩ জন খেলোয়াড়দের। বিভিন্ন বয়স বিভাগে জেলার ১৩ জন কাবাডি খেলোয়াড় বাংলার হয়ে খেলবেন জাতীয় স্কুল কাবাডি চ্যাম্পিয়নশিপ।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
রাজ্য স্তরের পর এবারে জাতীয় স্তরে কাবাডি খেলার সুযোগ হল মালদহের ১৩ জন খেলোয়াড়দের। বিভিন্ন বয়স বিভাগে জেলার ১৩ জন কাবাডি খেলোয়াড় বাংলার হয়ে খেলবেন জাতীয় স্কুল কাবাডি চ্যাম্পিয়নশিপ।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/6
রাজ্য স্তরের স্কুল কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, রানার্স এবং কোয়ার্টার ফাইনালে ভাল খেলায় জাতীয় স্তরে খেলার সুযোগ হয়েছে তাঁদের। অনূর্ধ্ব ১৪, ১৭, ১৯ বিভাগের মোট ১৩ জন খেলোয়াড় বাংলার দলের হয়ে খেলবেন জাতীয় স্কুল কাবাডি চ্যাম্পিয়নশিপ।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
রাজ্য স্তরের স্কুল কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, রানার্স এবং কোয়ার্টার ফাইনালে ভাল খেলায় জাতীয় স্তরে খেলার সুযোগ হয়েছে তাঁদের। অনূর্ধ্ব ১৪, ১৭, ১৯ বিভাগের মোট ১৩ জন খেলোয়াড় বাংলার দলের হয়ে খেলবেন জাতীয় স্কুল কাবাডি চ্যাম্পিয়নশিপ। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
3/6
রাজ্য স্তরে চ্যাম্পিয়ন হওয়ার পর জাতীয় স্তরে অনূর্ধ্ব ১৪ বিভাগে সুযোগ পেয়েছে হাসান, আলামিন শেখ, শফিকুল ইসলাম, আব্দুল্লাহ শেখ ও ওবায়দুল্লাহ শেখ। পাশাপাশি রাজ্যে ভাল খেলায় জাতীয় স্তরে অনূর্ধ্ব ১৪ বিভাগে মালদহ থেকে একমাত্র মহিলা খেলোয়াড় হিসেবে সুযোগ পেয়েছে হীরা মন্ডল।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
রাজ্য স্তরে চ্যাম্পিয়ন হওয়ার পর জাতীয় স্তরে অনূর্ধ্ব ১৪ বিভাগে সুযোগ পেয়েছে হাসান, আলামিন শেখ, শফিকুল ইসলাম, আব্দুল্লাহ শেখ ও ওবায়দুল্লাহ শেখ। পাশাপাশি রাজ্যে ভাল খেলায় জাতীয় স্তরে অনূর্ধ্ব ১৪ বিভাগে মালদহ থেকে একমাত্র মহিলা খেলোয়াড় হিসেবে সুযোগ পেয়েছে হীরা মন্ডল। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
4/6
কাবাডি খেলায় রাজ্যে দ্বিতীয় স্থান করে জাতীয় স্তরে সুযোগ হয়েছে অনূর্ধ্ব ১৯ বিভাগের চারজনের। শেখ সাকিল, কাউর আক্তার, শারিফ শেখ, বেলাল শেখ এবং জাতীয় স্তরে অনূর্ধ্ব ১৭ বিভাগে সুযোগ হয়েছে তিনজনের। এদের মধ্যে রয়েছেন শেখ পিয়ারুল, মিনহাজুল ইসলাম, সারফারাজ শেখ।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
কাবাডি খেলায় রাজ্যে দ্বিতীয় স্থান করে জাতীয় স্তরে সুযোগ হয়েছে অনূর্ধ্ব ১৯ বিভাগের চারজনের। শেখ সাকিল, কাউর আক্তার, শারিফ শেখ, বেলাল শেখ এবং জাতীয় স্তরে অনূর্ধ্ব ১৭ বিভাগে সুযোগ হয়েছে তিনজনের। এদের মধ্যে রয়েছেন শেখ পিয়ারুল, মিনহাজুল ইসলাম, সারফারাজ শেখ।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
5/6
এই বিষয়ে জেলা ক্রীড়া সংস্থার সদস্য তথা জেলার বিদ্যালয় কাবাডি দল নির্বাচক মোঃ রিয়াজুল ইসলাম জানান, দীর্ঘদিনের প্রচেষ্টায় জেলার এতজন খেলোয়াড়দের জাতীয় স্তরে খেলার সুযোগ হয়েছে। তাদের নির্বাচক হয়ে খুব ভাল লাগছে। আশা করছি জাতীয় স্তরে তারা ভাল খেলে জেলা সহ বাংলার নাম উজ্জ্বল করবে।
এই বিষয়ে জেলা ক্রীড়া সংস্থার সদস্য তথা জেলার বিদ্যালয় কাবাডি দল নির্বাচক মোঃ রিয়াজুল ইসলাম জানান, দীর্ঘদিনের প্রচেষ্টায় জেলার এতজন খেলোয়াড়দের জাতীয় স্তরে খেলার সুযোগ হয়েছে। তাদের নির্বাচক হয়ে খুব ভাল লাগছে। আশা করছি জাতীয় স্তরে তারা ভাল খেলে জেলা সহ বাংলার নাম উজ্জ্বল করবে।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
6/6
জাতীয় স্তরের সুযোগ পাওয়া খেলোয়াড়রা সকলেই মালদহের ইংরেজবাজার, কলিয়াচক, রতুয়া, মানিকচক ও গাজোল ব্লকের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী। কার‌ও বাবা কৃষি তো আবার কারও বাবা পরিযায়ী শ্রমিক। তাদের এমন সাফল্যে শুধু পরিবার নয় জেলা জুড়ে খুশির হাওয়া দেখা দিয়েছে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
জাতীয় স্তরের সুযোগ পাওয়া খেলোয়াড়রা সকলেই মালদহের ইংরেজবাজার, কলিয়াচক, রতুয়া, মানিকচক ও গাজোল ব্লকের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী। কার‌ও বাবা কৃষি তো আবার কারও বাবা পরিযায়ী শ্রমিক। তাদের এমন সাফল্যে শুধু পরিবার নয় জেলা জুড়ে খুশির হাওয়া দেখা দিয়েছে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
advertisement
advertisement