রাজ্যের পর এবার দেশ! জাতীয় স্তরে কবাডিতে মাঠ কাঁপাবে মালদহের 'এই' ১৩ খেলোয়াড়, জানুন
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
রাজ্য স্তরের স্কুল কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, রানার্স এবং কোয়ার্টার ফাইনালে ভাল খেলায় জাতীয় স্তরে খেলার সুযোগ হয়েছে তাঁদের।
advertisement
advertisement
রাজ্য স্তরে চ্যাম্পিয়ন হওয়ার পর জাতীয় স্তরে অনূর্ধ্ব ১৪ বিভাগে সুযোগ পেয়েছে হাসান, আলামিন শেখ, শফিকুল ইসলাম, আব্দুল্লাহ শেখ ও ওবায়দুল্লাহ শেখ। পাশাপাশি রাজ্যে ভাল খেলায় জাতীয় স্তরে অনূর্ধ্ব ১৪ বিভাগে মালদহ থেকে একমাত্র মহিলা খেলোয়াড় হিসেবে সুযোগ পেয়েছে হীরা মন্ডল। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
advertisement
এই বিষয়ে জেলা ক্রীড়া সংস্থার সদস্য তথা জেলার বিদ্যালয় কাবাডি দল নির্বাচক মোঃ রিয়াজুল ইসলাম জানান, দীর্ঘদিনের প্রচেষ্টায় জেলার এতজন খেলোয়াড়দের জাতীয় স্তরে খেলার সুযোগ হয়েছে। তাদের নির্বাচক হয়ে খুব ভাল লাগছে। আশা করছি জাতীয় স্তরে তারা ভাল খেলে জেলা সহ বাংলার নাম উজ্জ্বল করবে।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement