MS Dhoni Meets Lavanya: ভক্তের সঙ্গে দেখা ধোনির, মুছিয়ে দিলেন চোখের জল, হাত পেতে নিলেন উপহার
- Published by:Suman Majumder
Last Updated:
Ms Dhoni Meets Labanya: লাবণ্য, বিশেষভাবে সক্ষম এই মেয়ে ধোনির অন্ধভক্ত। ভক্তকে জড়িয়ে ধোনি বললেন, 'কাঁদবে না।'
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
লাবণ্য লিখেছেন, 'ধোনির সঙ্গে দেখা করার অনুভূতি এমন একটি জিনিস যা আমি ভাষায় বর্ণনা করতে পারব না। তিনি দয়ালু এবং মিতভাষী। যেভাবে তিনি আমাকে আমার নামের বানান সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন, আমি মুগ্ধ হয়ে যাই। আমার চোখের জল মুছলেন। এটি আমার জন্য একটি বিশেষ মুহূর্ত ছিল। তিনি স্কেচের জন্য আমাকে 'ধন্যবাদ' বলেন। তাঁর কথা আমার সবসময় মনে থাকবে।