ভারতে প্রথমবার লিথিয়ামের বিশাল ভাণ্ডারের সন্ধান পাওয়া গিয়েছে। জম্মু ও কাশ্মীরের রেয়াসি জেলায় এই বিশাল মজুদ পাওয়া গেল।জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জিএসআই) প্রায় ৫৯ লাখ টন লিথিয়াম রয়েছে বলে জানিয়েছে। এর ফলে লিথিয়াম স্টোরেজের ক্ষেত্রে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ হয়ে উঠতে পারে। লিথিয়ামের এত বিশাল মজুদ ভারতের ভাগ্য বদলে দিতে পারে।
সংবাদ সংস্থা পিটিআই-জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের খনন কার্যের সচিব অমিত শর্মা জানিয়েছেন, GSI দ্বারা পরিচালিত G-3 সমীক্ষায় জানা গিয়েছে, বৈষ্ণো দেবীর মন্দিরের পাদদেশে অবস্থিত সালাল গ্রামে (রিয়াসি জেলা) লিথিয়াম রয়েছে। ভারত এখনও লিথিয়ামের জন্য অন্যান্য দেশের উপর নির্ভরশীল। তবে এবার লিথিয়ামের বাজারে ভারতের উত্থান হতে পারে।