বিশ্ব সেরা হয়েও সোনার ট্রফি পেলেন না মেসিরা, তাহলে বিশ্বকাপ গেল কোথায়

Last Updated:
নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে খেলার ফল ৩-৩। রুদ্ধশ্বাস টাই ব্রেকারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় বার বিশ্ব জয় করল আর্জেন্টিনা। ৩৬ বছর পর ট্রফি জিতলেও তা দেশে নিয়ে যেতে পারল না মেসিরা।
1/6
Lionel Messi dancing with holding world cup in hand, watch viral video- Photo- AP
Lionel Messi dancing with holding world cup in hand, watch viral video- Photo- AP
advertisement
2/6
ফোর্বসের মে ২০২২-এর রিপোর্ট অনুযায়ী, মেসি গত ১২ মাসে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ক্রীড়াবিদ। তাঁর আয় প্রায় ১০৭৩ কোটি টাকা। তিনি ৭বার সেরা ফুটবলার হয়েছেন এবং ব্যালেন ডিওর পুরস্কারও পেয়েছেন। ২০২১ সালের অগাস্টে তিনি স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট-জার্মেইতে যোগ দেন।
ফোর্বসের মে ২০২২-এর রিপোর্ট অনুযায়ী, মেসি গত ১২ মাসে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ক্রীড়াবিদ। তাঁর আয় প্রায় ১০৭৩ কোটি টাকা। তিনি ৭বার সেরা ফুটবলার হয়েছেন এবং ব্যালেন ডিওর পুরস্কারও পেয়েছেন। ২০২১ সালের অগাস্টে তিনি স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট-জার্মেইতে যোগ দেন।
advertisement
3/6
আসলে ফিফার নিয়ম অনুযায়ী বিশ্বকাপ জিতে কোনও দলই আসল ট্রফি নিজেদের কাছে রাখতে পারেন না। জয়ী দলকে ব্রোঞ্জের একটি প্রতিমূর্তি দেওয়া হয়। সেই ট্রফিটি থেকে যায় ওই েদশের কাছে।
আসলে ফিফার নিয়ম অনুযায়ী বিশ্বকাপ জিতে কোনও দলই আসল ট্রফি নিজেদের কাছে রাখতে পারেন না। জয়ী দলকে ব্রোঞ্জের একটি প্রতিমূর্তি দেওয়া হয়। সেই ট্রফিটি থেকে যায় ওই েদশের কাছে।
advertisement
4/6
আসল ট্রফি চলে যায় সুইৎজ়ারল্যান্ডের জুরিখে। সেখানে ফিফা বিশ্ব ফুটবল মিউজ়িয়ামে রাখা হয় সেই ট্রফি। বিশ্বকাপের সময় সংশ্লিষ্ট দেশে সেই ট্রফি নিয়ে যাওয়া হয়। তার পরে আবার নিজের জায়গায় ফেরত যায় বিশ্বকাপ ট্রফি।
আসল ট্রফি চলে যায় সুইৎজ়ারল্যান্ডের জুরিখে। সেখানে ফিফা বিশ্ব ফুটবল মিউজ়িয়ামে রাখা হয় সেই ট্রফি। বিশ্বকাপের সময় সংশ্লিষ্ট দেশে সেই ট্রফি নিয়ে যাওয়া হয়। তার পরে আবার নিজের জায়গায় ফেরত যায় বিশ্বকাপ ট্রফি।
advertisement
5/6
ফিফার নিয়ম ছিল ৩ বার বিশ্বকাপ জয়ের পর সেই ট্রফি সেই দেশকে দেওয়া হবে। ১৯৭০ সালে ব্রাজিল তৃতীয় বিশ্বকাপ জয়ের পর জুলেরিমো ট্রফি সেলেকাওদের দিয়ে দেওয়া হয়। কিন্তু ১৯৮৩ সালে সেই ট্রফি চুরি হয়ে যায় ব্রাজিল থেকে। তারপরই নিয়মের পরিবর্তন করা হয়।
ফিফার নিয়ম ছিল ৩ বার বিশ্বকাপ জয়ের পর সেই ট্রফি সেই দেশকে দেওয়া হবে। ১৯৭০ সালে ব্রাজিল তৃতীয় বিশ্বকাপ জয়ের পর জুলেরিমো ট্রফি সেলেকাওদের দিয়ে দেওয়া হয়। কিন্তু ১৯৮৩ সালে সেই ট্রফি চুরি হয়ে যায় ব্রাজিল থেকে। তারপরই নিয়মের পরিবর্তন করা হয়।
advertisement
6/6
ফলে আর্জেন্টিনা দলের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। নকল রেপ্লিকা ট্রফি নিয়েই দেশে ফিরতে হয়েছে মেসিদের। তবে তাতে মেসিদের মান-সম্মান ও উৎসবে কোনও ঘাটতি আসবে না। কারণ আগামি চার বছরের জন্য বিশ্বসেরা দলের নাম আর্জেন্টিনা।
ফলে আর্জেন্টিনা দলের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। নকল রেপ্লিকা ট্রফি নিয়েই দেশে ফিরতে হয়েছে মেসিদের। তবে তাতে মেসিদের মান-সম্মান ও উৎসবে কোনও ঘাটতি আসবে না। কারণ আগামি চার বছরের জন্য বিশ্বসেরা দলের নাম আর্জেন্টিনা।
advertisement
advertisement
advertisement