Lalit Modi: 'হীরের চামচ মুখে নিয়ে জন্মেছি, ঘুষ নিতে হয়নি জীবনে', রেগে ফায়ার ললিত মোদি

Last Updated:
Lalit Modi: সুস্মিতা সেনকে হঠাত্ বন্ধু বলে বসলেন! ললিত মোদি জানালেন, তিনি আসলে কে!
1/6
সুস্মিতা সেনের সঙ্গে নিজের সম্পর্কের কথা ঘোষণা করেছেন তিনি। আর তার পরই আবার খবরে ভেসে উঠেছেন আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদি। আবার তাঁকে ঘিরে আলোচনা, সমালোচনা শুরু হয়েছে।
সুস্মিতা সেনের সঙ্গে নিজের সম্পর্কের কথা ঘোষণা করেছেন তিনি। আর তার পরই আবার খবরে ভেসে উঠেছেন আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদি। আবার তাঁকে ঘিরে আলোচনা, সমালোচনা শুরু হয়েছে।
advertisement
2/6
বহুদিন নয়, বহু বছর তিনি খবরে ছিলেন না। তবে হঠাত্ সুস্মিতা সেনের সঙ্গে নিজের সম্পর্কের কথা বলে আবার স্পটলাইট নিজের দিকে টেনে নিয়েছেন ললিত। তিনি সুস্মিতা সেনকে বেটার হাফ, পার্টনার বলে অভিহিত করেছেন। তা নিয়েই এত শোরগোল।
বহুদিন নয়, বহু বছর তিনি খবরে ছিলেন না। তবে হঠাত্ সুস্মিতা সেনের সঙ্গে নিজের সম্পর্কের কথা বলে আবার স্পটলাইট নিজের দিকে টেনে নিয়েছেন ললিত। তিনি সুস্মিতা সেনকে বেটার হাফ, পার্টনার বলে অভিহিত করেছেন। তা নিয়েই এত শোরগোল।
advertisement
3/6
এদিন অবশ্য তাঁর সঙ্গে সুস্মিতা সেনের সম্পর্ক নিয়ে আরও একবার সরব হলেন ললিত মোদি। তিনি এবার রেগে ফায়ার। ক্ষোভ উগড়ে বললেন, এক শ্রেণীর মিডিয়া তাঁকে বদনাম করতে উঠেপড়ে লেগেছে। সুস্মিতার সঙ্গে তিনি বিয়ে করেননি, সেটা আগেই উল্লেখ করেছিলেন। এবার প্রশ্ন রাখলেন, দুজন মানুষ কি বন্ধু হতে পারে না!
এদিন অবশ্য তাঁর সঙ্গে সুস্মিতা সেনের সম্পর্ক নিয়ে আরও একবার সরব হলেন ললিত মোদি। তিনি এবার রেগে ফায়ার। ক্ষোভ উগড়ে বললেন, এক শ্রেণীর মিডিয়া তাঁকে বদনাম করতে উঠেপড়ে লেগেছে। সুস্মিতার সঙ্গে তিনি বিয়ে করেননি, সেটা আগেই উল্লেখ করেছিলেন। এবার প্রশ্ন রাখলেন, দুজন মানুষ কি বন্ধু হতে পারে না!
advertisement
4/6
হঠাত্ করে বিসিসিআই-এর দিকেও আঙুল তুললেন ললিত মোদি। জানালেন, তিনি দেশকে সেরা গিফট দিয়েছেন, আইপিএল। তাঁর মতো আর কেউ এত ভাল উপহার দেশকে দিতে পারেননি।
হঠাত্ করে বিসিসিআই-এর দিকেও আঙুল তুললেন ললিত মোদি। জানালেন, তিনি দেশকে সেরা গিফট দিয়েছেন, আইপিএল। তাঁর মতো আর কেউ এত ভাল উপহার দেশকে দিতে পারেননি।
advertisement
5/6
ললিত মোদি আরও লিখেছেন, আমি যখন বিসিসিআই-এ যোগ দিয়েছিলাম তখন ওদের কোষাগারে ৪০ কোটি টাকা ছিল। আমি ২৯ নভেম্বর, ২০০৫-এ আমার জন্মদিনে ভারতীয় ক্রিকেট বোর্ডে যোগ দিয়েছিলাম। যখন আমাকে নির্বাসিত করা হয়েছিল তখন অনুমান করুন কত টাকা ছিল বিসিসিআই-এর কাছে! বিসিসিআই-এর অ্যাকাউন্টে টাকা ছিল... ৪৭,৬৮০ কোটি টাকা।
ললিত মোদি আরও লিখেছেন, আমি যখন বিসিসিআই-এ যোগ দিয়েছিলাম তখন ওদের কোষাগারে ৪০ কোটি টাকা ছিল। আমি ২৯ নভেম্বর, ২০০৫-এ আমার জন্মদিনে ভারতীয় ক্রিকেট বোর্ডে যোগ দিয়েছিলাম। যখন আমাকে নির্বাসিত করা হয়েছিল তখন অনুমান করুন কত টাকা ছিল বিসিসিআই-এর কাছে! বিসিসিআই-এর অ্যাকাউন্টে টাকা ছিল... ৪৭,৬৮০ কোটি টাকা।
advertisement
6/6
আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান আরও লিখেছেন, আমি হীরার চামচ নিয়ে জন্মেছি। কখনও ঘুষ খাইনি বা প্রয়োজনও মনে করিনি। আমি রায় বাহাদুর গুজরমাল মোদির বড় নাতি। আমি সরকারের কাছ থেকে কোনো ফায়দা তুলিনি। সাধারণ মানুষের টাকা নিইনি।
আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান আরও লিখেছেন, আমি হীরার চামচ নিয়ে জন্মেছি। কখনও ঘুষ খাইনি বা প্রয়োজনও মনে করিনি। আমি রায় বাহাদুর গুজরমাল মোদির বড় নাতি। আমি সরকারের কাছ থেকে কোনো ফায়দা তুলিনি। সাধারণ মানুষের টাকা নিইনি।
advertisement
advertisement
advertisement