Lalit Modi New Love Affair: ৬১ তে তুফানি ইনিংস, ললিতের জীবনে নতুন প্রেমিকা, লেখাপড়ায় তুখোড়, সুন্দরীর রোজগার দু'হাতে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Lalit Modi New Love Affair: না সুস্মিতা সেনের সঙ্গে প্রেমে ফুলস্টপ, এবার রিমা বাউরি কে এই তুফানি সুন্দরী
advertisement
আইপিএল তাঁর হাত ধরেই শুরু, তিনি আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদি৷ সম্প্রতি ঘোষণা করেছেন যে তিনি আবার প্রেম পেয়েছেন। ২০২২ সালে বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের সঙ্গে তাঁর সংক্ষিপ্ত সম্পর্কের জন্য শিরোনাম হওয়া এই ব্যবসায়ী, ২০২৫ সালের ভালবাসা দিবস উপলক্ষে তার নতুন গার্লফ্রেন্ড রিমা বাউরির সঙ্গে পরিচয় করিয়ে দিলেন৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এদিকে, ভ্যালেন্টাইন্স ডে-তে রিমার জন্য তার ইনস্টাগ্রাম পোস্টে ললিত মোদি লিখেছেন, “লাকি ওয়ানস – হ্যাঁ। কিন্তু আমি ভাগ্যবান দুইবার পেয়েছিলাম। যখন ২৫ বছরের বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। এটা দুবার ঘটেছে। আশা করি এটি আপনার জন্যও করে। #happyvalentinesday to you all." তিনি রিমার সঙ্গে ছুটি কাটানোর কয়েকটি ছবি নিয়ে একটি ভিডিও মন্তাজ তৈরি করে সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন৷ যার ব্যাকগ্রাউন্ডে 'লাভ ইজ ইন দ্য এয়ার' গানটি বাজছে৷ আপনি যদি এটি মিস করেন তবে নীচে এটি দেখুন!
advertisement