KL Rahul-Athiya Wedding: মেয়ের বিয়েতে না কি কয়েক কোটি টাকার অ্যাপার্টমেন্ট দিলেন সুনীল! অতিথিরাও হাত ভরে দিয়েছেন উপহার; দাবি রিপোর্টে!
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
KL Rahul-Athiya Wedding Gift: গত সোমবার মহা ধুমধাম করে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ক্রিকেট তারকা কে এল রাহুল এবং সুনীল শেঠির কন্যা তথা অভিনেত্রী আথিয়া শেঠি। বিবাহের আসর বসেছিল খান্ডালায় সুনীল শেঠির ফার্ম হাউজে।
গত বছর থেকেই তাঁদের বিয়ের খবর নিয়ে শুরু হয়েছিল জোর জল্পনা। চলতি বছরের জানুয়ারি মাসেই বিয়ের কথাও শোনা যাচ্ছিল। অবশেষে সেটাই সেই জল্পনাই সত্যি হল। গত সোমবার মহা ধুমধাম করে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ক্রিকেট তারকা কে এল রাহুল এবং সুনীল শেঠির কন্যা তথা অভিনেত্রী আথিয়া শেঠি। বিবাহের আসর বসেছিল খান্ডালায় সুনীল শেঠির ফার্ম হাউজে। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুবই ঘনিষ্ঠ আত্মীয়-পরিজন এবং বন্ধুবান্ধব। বিয়ের নানা মুহূর্তের ছবিই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন খোদ তারকা দম্পতি।
advertisement
তবে এই বিয়ে সংক্রান্ত কিছু চাঞ্চল্যকর রিপোর্ট উড়ে বেড়াচ্ছে খবরে। তাতে জানা যাচ্ছে, নবদম্পতিকে খুবই দামি দামি উপহারে ভরিয়ে দিয়েছেন সেলেব-অতিথিরা। যেমন - কেউ দিয়েছেন কয়েক কোটি টাকার নেকলেস, তো কেউ দিয়েছেন লক্ষাধিক টাকা দামের পারফিউম। এমনকী শোনা গিয়েছে, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি একটি বাইক উপহার দিয়েছেন এই বিয়েতে।
advertisement
আবার সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, খোদ সুনীল শেঠিই মেয়ের বিয়েতে একটি অ্যাপার্টমেন্ট উপহার হিসেবে দিয়েছেন। যার মূল্য প্রায় ৫০ কোটি টাকা। এই খবর চাউর হতেই শুরু হয়ে গিয়েছে জোর চর্চা। যদিও এই সমস্ত দাবি উড়িয়ে দিয়েছে শেঠি পরিবার। তাদের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে যে, এই ধরনের কোনও উপহার এই বিয়েতে দেওয়া হয়নি।
advertisement
advertisement
advertisement
advertisement
কিছু কিছু সংবাদমাধ্যম আবার দাবি করছে, কে এল রাহুল এবং আথিয়ার বিয়ের আসরে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিনি উপহার দিয়েছেন একটি কাওয়াসাকি নিনজা বাইক। যার মূল্য প্রায় ৮০ লক্ষ টাকা। যদিও News18-এর তরফে এই তথ্যের সত্যতা নিশ্চিত করা হচ্ছে না। কারণ এই প্রতিবেদনের পুরোটাই সংবাদমাধ্যমের রিপোর্টের উপর ভিত্তি করে লেখা।