হোম » ছবি » খেলা » টাকার জন্য এখন হানিমুন-এ যাবেন না কেএল রাহুল! আথিয়াকে অপেক্ষা করতে হবে কয়েক মাস

টাকার জন্য এখন হানিমুন-এ যাবেন না কেএল রাহুল! আথিয়াকে অপেক্ষা করতে হবে কয়েক মাস

  • 16

    টাকার জন্য এখন হানিমুন-এ যাবেন না কেএল রাহুল! আথিয়াকে অপেক্ষা করতে হবে কয়েক মাস

    টিম ইন্ডিয়ার ওপেনার, উইকেটরক্ষক এবং টেস্ট দলের সহ-অধিনায়ক কেএল রাহুল ২৩শে জানুয়ারি বলিউড অভিনেত্রী আথিয়া শেট্টির সঙ্গে সাত পাকে বাধা পড়েছেন। দুজনেই অনেক বছর ধরে একে অপরকে ডেট করছিলেন এবং পরিবারের সদস্যদের সম্মতিতে গাঁটছড়া বাঁধার সিদ্ধান্ত নেন।

    MORE
    GALLERIES

  • 26

    টাকার জন্য এখন হানিমুন-এ যাবেন না কেএল রাহুল! আথিয়াকে অপেক্ষা করতে হবে কয়েক মাস

    সুনীল শেট্টির খান্ডালার বাংলোতে বিয়ে হয়েছে আথিয়া ও রাহুলের। দুই পরিবারের খুব কাছের আত্মীয় স্বজনদের আমন্ত্রণ জানানো হয়েছিল।

    MORE
    GALLERIES

  • 36

    টাকার জন্য এখন হানিমুন-এ যাবেন না কেএল রাহুল! আথিয়াকে অপেক্ষা করতে হবে কয়েক মাস

    নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে খেলেননি কেএল। বিয়ের জন্য বিসিসিআই-এর কাছে ছুটি চেয়েছিলেন। পরের মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁকে দলে দেখা যেতে পারে।

    MORE
    GALLERIES

  • 46

    টাকার জন্য এখন হানিমুন-এ যাবেন না কেএল রাহুল! আথিয়াকে অপেক্ষা করতে হবে কয়েক মাস

    অস্ট্রেলিয়া দল ফেব্রুয়ারি-মার্চে ভারত সফরে থাকবে। ওই সিরিজের জন্য দল নির্বাচন করা হয়েছে। চার ম্যাচের টেস্ট সিরিজের জন্য নির্বাচিত দলে রয়েছে কেএল রাহুলের নাম। বিয়ের পর তিনি হানিমুনে যাবেন না। কারণ সামনে ঠাঁসা ক্রিকেট সূচি।

    MORE
    GALLERIES

  • 56

    টাকার জন্য এখন হানিমুন-এ যাবেন না কেএল রাহুল! আথিয়াকে অপেক্ষা করতে হবে কয়েক মাস

    আপাতত বিয়ের রিসেপশন পার্টিও করবেন না রাহুল ও আথিয়া। সুনীল শেট্টি জানিয়েছিলেন, আইপিএলের পরই রিসেপশন পার্টি হবে।

    MORE
    GALLERIES

  • 66

    টাকার জন্য এখন হানিমুন-এ যাবেন না কেএল রাহুল! আথিয়াকে অপেক্ষা করতে হবে কয়েক মাস

    রাহুল প্রথমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট এবং তারপর ওয়ানডে সিরিজে খেলবেন। এর পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরশুমে খেলবেন তিনি। প্রতিটি খেলোয়াড় একটি টেস্ট ম্যাচ খেলার জন্য ১৫ লাখ টাকা ম্যাচ ফি পান। একই সঙ্গে ওয়ানডের জন্য দেওয়া হয় ৬ লাখ টাকা। গুজরাট টাইটান্স কেএলকে ১৭ কোটি টাকায় দলে নিয়েছে। ফলে আপাতত তাঁর  মোটা টাকা উপার্জনের সুযোগ রয়েছে।

    MORE
    GALLERIES