KKR Team News: স্টার্ককে নিয়ে নাটক জারি, বাদ কেকেআরের দামিতম প্লেয়ার, রইল কারণ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
KKR Team News: মনের ইচ্ছাপূরণ কেকেআর ফ্যানদের, বাদ দেওয়া হল মিচেল স্টার্ককে৷
advertisement
advertisement
এদিকে এর আগে শুক্রবার সিনেমার ব্লকবাস্টারের রিলিজ নিয়ে যেরকম অপেক্ষার প্রহর গোনে মানুষ ঠিক তেমনিই শুক্রবার কেকেআর বনাম পঞ্জাব কিংস ম্যাচের আগে মিচেল স্টার্ককে নিয়ে জোর জল্পনা জারি৷ এই শোনা যাচ্ছে তাঁর আঙুলে হালকা চোটের সমস্যা আছে, যার জেরে টিম ম্যানেজমেন্ট অবশেষে স্টার্কের বদলে অন্য প্লেয়ার খেলাবে৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
কেকেআর বনাম পিবিকেএস-র ম্যাচের আগে তাঁকে দু'টি অনুশীলন সেশনে নেটে বোলিং করেননি, অন্যদিকে শ্রীলঙ্কার পেসার দুষ্যন্ত চামেরাকে গা ঘামাতে দেখা গিয়েছিল,৷ ফলে আশা করা হচ্ছিল অজি তারকাকে ‘বিশ্রাম’ দেওয়া হতে পারে৷ এমন জল্পনাকে উস্কে শোনা যাচ্ছিল অজি পেসার বদলালে দলে দুটি পরিবর্তনেরও সম্ভাবনা রয়েছে৷ শেরফানে রাদারফোর্ড৷ যিনি ক্যারিবিয়ান অলরাউন্ডার৷ এবারের নিলামে তাঁকে দেড় কোটি টাকায় কিনেছিল কেকেআর৷ তিনি খেলেতে পারেন আর ইমপ্যাক্ট প্লেয়ারে খেলতে পারেন চেতন সাকারিয়া৷
advertisement
advertisement
advertisement
৭ ম্যাচে ৫টি জয়ের সঙ্গে KKR টেবিলে দ্বিতীয় স্থান দখল করে রয়েছে৷ এদিকে দলের প্রধান মস্তিষ্ক হিসেবে যিনি এ মরশুমে তাঁদের ধারাবাহিক প্রদর্শনের জন্য দলের পরামর্শদাতা গৌতম গম্ভীরকে কৃতিত্ব দিয়েছেন গম্ভীর৷ তিনি বলেন, "প্রত্যেকের কাছেই অনেক স্বচ্ছ্বতা আছে। শুধুমাত্র তাঁর কারণেই দল এত ভাল পারফর্ম করছে। তিনি সবাইকে সাপোর্ট দিচ্ছেন।"