দিল্লি ক্রিকেট দলের কোচ রণধীর সিং পিটিআইকে সুয়েশ শর্মার সংগ্রামের কথা জানিয়েছেন। তিনি বলেন, ক্রিকেটে আসা সূয়শের পক্ষে সহজ ছিল না। তিনি দিল্লি ক্রিকেট দলের প্রাক্তন স্পিনার সুরেশ বাত্রার কাছ থেকে প্রশিক্ষণ নিতেন এবং তার ক্লাবের হয়ে খেলতেন। কোভিড ১৯-এ সুরেশ বাত্রা প্রয়াত হন।