হোম » ছবি » খেলা » করোনা কেড়েছে প্রিয় মানুষকে, বাবার ক্যান্সার! কেকেআর তারকা লড়ছেন মাঠের বাইরেও

করোনা কেড়েছে প্রিয় মানুষকে, বাবার ক্যান্সার! কেকেআর তারকা লড়ছেন মাঠের বাইরেও

  • 15

    করোনা কেড়েছে প্রিয় মানুষকে, বাবার ক্যান্সার! কেকেআর তারকা লড়ছেন মাঠের বাইরেও

    কেকেআর-এর নতুন তারকা তিনি। একটা ম্যাচে দুরন্ত পারফর্ম করেই সূয়শ শর্মা এখন লাইমলাইট-এ। কেকেআর তাঁকে মাত্র ২০ লাখ টাকায় দলে নিয়েছিল। এখন তিনিই ভরসার মুখ হয়ে উঠেছেন।

    MORE
    GALLERIES

  • 25

    করোনা কেড়েছে প্রিয় মানুষকে, বাবার ক্যান্সার! কেকেআর তারকা লড়ছেন মাঠের বাইরেও

    দিল্লি ক্রিকেট দলের কোচ রণধীর সিং পিটিআইকে সুয়েশ শর্মার সংগ্রামের কথা জানিয়েছেন। তিনি বলেন, ক্রিকেটে আসা সূয়শের পক্ষে সহজ ছিল না। তিনি দিল্লি ক্রিকেট দলের প্রাক্তন স্পিনার সুরেশ বাত্রার কাছ থেকে প্রশিক্ষণ নিতেন এবং তার ক্লাবের হয়ে খেলতেন। কোভিড ১৯-এ সুরেশ বাত্রা প্রয়াত হন।

    MORE
    GALLERIES

  • 35

    করোনা কেড়েছে প্রিয় মানুষকে, বাবার ক্যান্সার! কেকেআর তারকা লড়ছেন মাঠের বাইরেও

    রণধীর সিং আরও বলেন, "কোচের মৃত্যুর পর সূয়শ ভেঙে পড়েছিল। ও আমার কাছ থেকে প্রশিক্ষণ নিতে চেয়েছিল। আমি তাকে রান স্টার ক্লাবে খেলার সুযোগ দিয়েছিলাম। কিছু সময়ের জন্য ও খুব বিরক্ত ছিল। সবাই জানে যে দিল্লি ক্রিকেটে এত রাজনীতি। সুয়শ এই সব জানত। কিন্তু কখনো হাল ছাড়েনি।

    MORE
    GALLERIES

  • 45

    করোনা কেড়েছে প্রিয় মানুষকে, বাবার ক্যান্সার! কেকেআর তারকা লড়ছেন মাঠের বাইরেও

    রণধীর সিং আরও জানান, ক্রিকেটে তাঁর কোনো গডফাদার নেই। সূয়শের বাবা ক্যান্সারে আক্রান্ত। এত সমস্যা সত্ত্বেও ক্রিকেটের প্রতি তাঁর আবেগ কমেনি। মুম্বই ইন্ডিয়ান্সের ট্যালেন্ট স্কাউট ম্যানেজার রাহুল সিংভি সুয়াশকে অনেক সাহায্য করেছিলেন। তাঁর বাবার চিকিৎসার ব্যবস্থাও করা হয়।

    MORE
    GALLERIES

  • 55

    করোনা কেড়েছে প্রিয় মানুষকে, বাবার ক্যান্সার! কেকেআর তারকা লড়ছেন মাঠের বাইরেও

    লেগ ব্রেক ও গুগলি দুটিই একইরকম অ্যাকশন থেকে করতে পারেন সূয়শ। ফলে ব্যাটারকে বোকা বানাতে পারেন সহজে।

    MORE
    GALLERIES