Rinku Singh Love Life: কার সঙ্গে প্রেম করছেন রিঙ্কু সিং? অবশেষে মুখ খুললেন কেকেআর তারকা

Last Updated:
Rinku Singh Love Life: আইপিএল শেষে মালদ্বীরে বেড়াতে গিয়েছিলেন রিঙ্কু সিং। সেখানে গিয়ে রীতিম মত মাচে, ড্যাশিং লুকে ধরা দিয়েছিলেন রিঙ্কু সিং। সুইমিং পুলের নিজের একাধিক ছবি শেয়ার করেছিলেন। এবার নিজের লাভ লাইফ নিয়ে মুখ খুললেন রিঙ্কু।
1/8
আইপিএল ২০২৩-এ একাধিক ম্যাচে দুরন্ত পারফর্ম করে কেকেআর সমর্থকদের নয়নের মণি হয়ে উঠেছেন রিঙ্কু সিং। রিঙ্কুর ফ্যানের সংখ্যা অল্প দিনেই আকাশ ছুঁয়েছে।
আইপিএল ২০২৩-এ একাধিক ম্যাচে দুরন্ত পারফর্ম করে কেকেআর সমর্থকদের নয়নের মণি হয়ে উঠেছেন রিঙ্কু সিং। রিঙ্কুর ফ্যানের সংখ্যা অল্প দিনেই আকাশ ছুঁয়েছে।
advertisement
2/8
আইপিএল শেষে মালদ্বীরে বেড়াতে গিয়েছিলেন রিঙ্কু সিং। সেখানে গিয়ে রীতিম মত মাচে, ড্যাশিং লুকে ধরা দিয়েছিলেন রিঙ্কু সিং। সুইমিং পুলের নিজের একাধিক ছবি শেয়ার করেছিলেন।
আইপিএল শেষে মালদ্বীরে বেড়াতে গিয়েছিলেন রিঙ্কু সিং। সেখানে গিয়ে রীতিম মত মাচে, ড্যাশিং লুকে ধরা দিয়েছিলেন রিঙ্কু সিং। সুইমিং পুলের নিজের একাধিক ছবি শেয়ার করেছিলেন।
advertisement
3/8
শার্টলেস, সুঠাম শরীরে পরনে শুধু বক্সার। ডান হাতের কনুই থেকে কব্জি পর্যন্ত বিশালাকার ট্যাটু। কব্জিতে ঝুলছে ব্রেসলেট। রিঙ্কু সিংয়ের ছবি ঝড় তুলেছিব নারী মনে।
শার্টলেস, সুঠাম শরীরে পরনে শুধু বক্সার। ডান হাতের কনুই থেকে কব্জি পর্যন্ত বিশালাকার ট্যাটু। কব্জিতে ঝুলছে ব্রেসলেট। রিঙ্কু সিংয়ের ছবি ঝড় তুলেছিব নারী মনে।
advertisement
4/8
রিঙ্কু সিংয়ের হট অবতার দেখে ছবিতে কমেন্ট না করে থাকতে পারেননি শুভমান গিলের বোন স্নেহনীল গিলও। নেটিজেনরা দুজনের সম্পর্কের রসায়নও খোঁজার চেষ্টা করেছিলেন।
রিঙ্কু সিংয়ের হট অবতার দেখে ছবিতে কমেন্ট না করে থাকতে পারেননি শুভমান গিলের বোন স্নেহনীল গিলও। নেটিজেনরা দুজনের সম্পর্কের রসায়নও খোঁজার চেষ্টা করেছিলেন।
advertisement
5/8
প্রিয় তারকার জীবনের লড়াই সম্পর্কে কম-বেশি সকলে জানলেও রিঙ্কু সিংয়ের প্রেম জীবন নিয়ে জানার কৌতুহল কম নয় ফ্যানেদের। বিশেষ করে নারী ফ্যানেরা রিঙ্কুর গার্লফ্রেন্ড রয়েছে কিনা তা জানতে ব্যাকুল।
প্রিয় তারকার জীবনের লড়াই সম্পর্কে কম-বেশি সকলে জানলেও রিঙ্কু সিংয়ের প্রেম জীবন নিয়ে জানার কৌতুহল কম নয় ফ্যানেদের। বিশেষ করে নারী ফ্যানেরা রিঙ্কুর গার্লফ্রেন্ড রয়েছে কিনা তা জানতে ব্যাকুল।
advertisement
6/8
অবশেষে একটি সর্বভারতীয় সংবাদ চ্যানেলের অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের প্রেম জীবন নিয়ে মুখ খুললেন রিঙ্কু সিং। তার প্রেমিকা রয়েছে কিনা মুচকি হেসে জবাব দিলেন কেকেআর তারকা।
অবশেষে একটি সর্বভারতীয় সংবাদ চ্যানেলের অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের প্রেম জীবন নিয়ে মুখ খুললেন রিঙ্কু সিং। তার প্রেমিকা রয়েছে কিনা মুচকি হেসে জবাব দিলেন কেকেআর তারকা।
advertisement
7/8
ওই অনুষ্ঠানে রিঙ্কু সিং মুচকি হেসে জানিয়েছেন, “এখনও পর্যন্ত কোনও গার্লফ্রেন্ড নেই। আমি এখনও সিঙ্গল।” নিজের প্রধান লক্ষ্য ভারতীয় দলে সুযোগ পাওয়া তাও জানিয়েছেন রিঙ্কু সিং।
ওই অনুষ্ঠানে রিঙ্কু সিং মুচকি হেসে জানিয়েছেন, “এখনও পর্যন্ত কোনও গার্লফ্রেন্ড নেই। আমি এখনও সিঙ্গল।” নিজের প্রধান লক্ষ্য ভারতীয় দলে সুযোগ পাওয়া তাও জানিয়েছেন রিঙ্কু সিং।
advertisement
8/8
রিঙ্কু সিং কোনও গার্লফ্রেন্ড নেই জানতে পেরে আনন্দ আত্মহারা তাঁর মহিল ফ্যানেরা। হাঁফ ছেড়ে বেচেছেন সকলে। তবে বর্তমানে রিঙ্কুর একমাত্র প্রেম যে ক্রিকেট তা জানিয়েছেন কেকেআর তারকা।
রিঙ্কু সিং কোনও গার্লফ্রেন্ড নেই জানতে পেরে আনন্দ আত্মহারা তাঁর মহিল ফ্যানেরা। হাঁফ ছেড়ে বেচেছেন সকলে। তবে বর্তমানে রিঙ্কুর একমাত্র প্রেম যে ক্রিকেট তা জানিয়েছেন কেকেআর তারকা।
advertisement
advertisement
advertisement