KKR News: কেকেআরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন মুস্তাফিজুর রহমান? বাংলাদেশ কর্মকর্তা যা জানালেন
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Mustafizur Rahman To Take Legal Action Against Kolkata Knight Riders: বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে আইপিএল ২০২৬–এর বিতর্ক এখন আন্তর্জাতিক ক্রিকেট আলোচনার কেন্দ্রবিন্দুতে।
বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে আইপিএল ২০২৬–এর বিতর্ক এখন আন্তর্জাতিক ক্রিকেট আলোচনার কেন্দ্রবিন্দুতে। ২০২৫ সালের ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএল নিলামে ৯.২০ কোটি টাকাতে মুস্তাফিজকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। তিনি ছিলেন একমাত্র বাংলাদেশি ক্রিকেটার, যিনি আইপিএল ২০২৬–এর জন্য চুক্তি পান। তবে চুক্তির কিছুদিনের মধ্যেই রাজনৈতিক ও সামাজিক প্রতিক্রিয়ার কারণে পরিস্থিতি জটিল হয়ে ওঠে।
advertisement
কেকেআর মালিক শাহরুখ খানের বিরুদ্ধে ভারতে মুস্তাফিজকে দলে নেওয়া নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে, ভারতীয় ক্রিকেট বোর্ড কেকেআর-কে মুস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয় বলে জানা যায়। এর ফলে ক্রিকেটীয় কারণ বা চোট ছাড়াই আইপিএল থেকে ছিটকে যান বাংলাদেশের এই অভিজ্ঞ পেসার। তাঁর বিদায়ের মধ্য দিয়ে আইপিএল ২০২৬–এ কোনো বাংলাদেশি ক্রিকেটারের অংশগ্রহণের সম্ভাবনাও শেষ হয়ে যায়।
advertisement
এই ঘটনায় ভারত ও বাংলাদেশের ক্রিকেট সম্পর্কেও উত্তেজনা তৈরি হয়। এমনকি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশের ভারত সফর নিয়েও অনিশ্চয়তার কথা শোনা যায়। ঠিক এই প্রেক্ষাপটেই মুস্তাফিজকে নিয়ে একটি বড় আপডেট সামনে আসে। জানা যায়, কেকেআরের বিরুদ্ধে আইনি বা প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার সুযোগ ছিল তাঁর সামনে।
advertisement
বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (সিডব্লিউএবি)-এর সভাপতি মহম্মদ মিঠুন জানান, বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ) এই বিষয়ে সিডব্লিউএবিকে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছিল। ডব্লিউসিএর মতে, ক্রিকেটীয় কারণ ছাড়া চুক্তি বাতিল হওয়ায় কেকেআরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব ছিল। তবে পুরোটাই নির্ভর করছিল মুস্তাফিজুর রহমানের সিদ্ধান্তের উপর।
advertisement









