২৫ কোটির বোলারকে নিয়ে 'বড়' সিদ্ধান্ত কেকেআরের! আজই যা হওয়ার হবে আইপিএলে

Last Updated:
Mitchell Starc: মিচেল স্টার্ক বিশ্বমানের পেসার। অস্ট্রেলিয়ার হয়ে সব ধরনের ক্রিকেটে সাফল্যের সঙ্গে পারফর্ম করেছেন। কেকেআর ম্যানেজমেন্টেরও স্টার্কের প্রতি কোনও মোহভঙ্গ হয়নি। আর কীভাবে ঘুড়ে দাঁড়াতে হয় তা স্টার্কের মতো বোলার জানেন। সেটাই মনে করে কেকেআর ম্যানেজমেন্ট।
1/7
২৫ কোটির বোলার। সেই তাঁকে নিয়েই কি না এবার বড় সিদ্ধান্ত নেবে কেকেআর। যা হওয়ার আজই হতে পারে আইপিএলে।
২৫ কোটির বোলার। সেই তাঁকে নিয়েই কি না এবার বড় সিদ্ধান্ত নেবে কেকেআর। যা হওয়ার আজই হতে পারে আইপিএলে।
advertisement
2/7
বিশাখাপত্তনমে কেকেআরের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। ঋষভ পন্থের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস গত ম্যাচে জয় পেয়েছে। ফলে আজ কেকেআরের বিরুদ্ধে তারা কিছুটা হলেও এগিয়ে।
বিশাখাপত্তনমে কেকেআরের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। ঋষভ পন্থের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস গত ম্যাচে জয় পেয়েছে। ফলে আজ কেকেআরের বিরুদ্ধে তারা কিছুটা হলেও এগিয়ে।
advertisement
3/7
২৪.৭৫ কোটি টাকায় মিচেল স্টার্ককে দলে নিয়েছে কেকেআর। তবে শুরুর ম্যাচে তিনি ফ্লপ। প্রথম দু-ম্যাচ মিলিয়ে ৮ ওভার বোলিং করেছেন। দিয়েছেন ১০০ রান।
২৪.৭৫ কোটি টাকায় মিচেল স্টার্ককে দলে নিয়েছে কেকেআর। তবে শুরুর ম্যাচে তিনি ফ্লপ। প্রথম দু-ম্যাচ মিলিয়ে ৮ ওভার বোলিং করেছেন। দিয়েছেন ১০০ রান।
advertisement
4/7
মিচেল স্টার্ক বিশ্বমানের পেসার। অস্ট্রেলিয়ার হয়ে সব ধরনের ক্রিকেটে সাফল্যের সঙ্গে পারফর্ম করেছেন। কেকেআর ম্যানেজমেন্টেরও স্টার্কের প্রতি কোনও মোহভঙ্গ হয়নি। আর কীভাবে ঘুড়ে দাঁড়াতে হয় তা স্টার্কের মতো বোলার জানেন। সেটাই মনে করে কেকেআর ম্যানেজমেন্ট।
মিচেল স্টার্ক বিশ্বমানের পেসার। অস্ট্রেলিয়ার হয়ে সব ধরনের ক্রিকেটে সাফল্যের সঙ্গে পারফর্ম করেছেন। কেকেআর ম্যানেজমেন্টেরও স্টার্কের প্রতি কোনও মোহভঙ্গ হয়নি। আর কীভাবে ঘুড়ে দাঁড়াতে হয় তা স্টার্কের মতো বোলার জানেন। সেটাই মনে করে কেকেআর ম্যানেজমেন্ট।
advertisement
5/7
তবে কানাঘুঁষো শোনা যাচ্ছে, আজ দিল্লির বিরুদ্ধে স্টার্ককে বেঞ্চে বসাতে পারে কেকেআর।
তবে কানাঘুঁষো শোনা যাচ্ছে, আজ দিল্লির বিরুদ্ধে স্টার্ককে বেঞ্চে বসাতে পারে কেকেআর।
advertisement
6/7
২টো ম্যাচ জিতেছে কেকেআর। আজ জিতলেই জয়ের হ্যাটট্রিক। তবে ২৫ কোটি টাকার স্টার্ক এখন কেকেআরের গলার কাঁটা।
২টো ম্যাচ জিতেছে কেকেআর। আজ জিতলেই জয়ের হ্যাটট্রিক। তবে ২৫ কোটি টাকার স্টার্ক এখন কেকেআরের গলার কাঁটা।
advertisement
7/7
স্টার্ককে বাদ না দিলে কেকেআরের প্রথম একাদশ হতে পারে- ফিল সল্ট, সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা।
স্টার্ককে বাদ না দিলে কেকেআরের প্রথম একাদশ হতে পারে- ফিল সল্ট, সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা।
advertisement
advertisement
advertisement