KKR vs LSG: কেকেআরের ওপেনিংয়ে বড় বদল? এলএসজি ম্যাচে নতুন জুটি? বড় কথা বলে দিলেন নাইটদের কোচ

Last Updated:
KKR vs LSG IPL 2025: কেকেআরের হয়ে এবার ওপেন করছেন সুনীল নারিন ও কুইন্টন ডিকক। তবে ৪ ম্যাচে ধারাবাহিকতার অভাব দেখা গিয়েছে। ডিকক চার ম্যাচে করেছেন ৪, ৯৭, ১,১। আর সুনীল নারিন ৩ ম্যাচে করেছেন ৪৪, ০ ও ৭ রান।
1/6
৪টি ম্যাচে মধ্যে ২টি জিতেছে কেকেআর। মঙ্গলবার ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে নাইটরা। প্লে-অফের রাস্তা মসৃণ রাখতে এই ম্যাচে জয় পেতে মরিয়া কলকাতা।
৪টি ম্যাচে মধ্যে ২টি জিতেছে কেকেআর। মঙ্গলবার ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে নাইটরা। প্লে-অফের রাস্তা মসৃণ রাখতে এই ম্যাচে জয় পেতে মরিয়া কলকাতা।
advertisement
2/6
মুম্বই ম্যাচে হারের ধাক্কা সামলে সানরাইজার্সের বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছে কেকেআর। তবে এলএসজির বিরুদ্ধে নামার আগে একটি বিষয় চিন্তায় রেখেছে কেকেআরকে। তাহলে দলের ওপেনিং জুটি।
মুম্বই ম্যাচে হারের ধাক্কা সামলে সানরাইজার্সের বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছে কেকেআর। তবে এলএসজির বিরুদ্ধে নামার আগে একটি বিষয় চিন্তায় রেখেছে কেকেআরকে। তাহলে দলের ওপেনিং জুটি।
advertisement
3/6
কেকেআরের হয়ে এবার ওপেন করছেন সুনীল নারিন ও কুইন্টন ডিকক। তবে ৪ ম্যাচে ধারাবাহিকতার অভাব দেখা গিয়েছে। ডিকক চার ম্যাচে করেছেন ৪, ৯৭, ১,১। আর সুনীল নারিন ৩ ম্যাচে করেছেন ৪৪, ০ ও ৭ রান।
কেকেআরের হয়ে এবার ওপেন করছেন সুনীল নারিন ও কুইন্টন ডিকক। তবে ৪ ম্যাচে ধারাবাহিকতার অভাব দেখা গিয়েছে। ডিকক চার ম্যাচে করেছেন ৪, ৯৭, ১,১। আর সুনীল নারিন ৩ ম্যাচে করেছেন ৪৪, ০ ও ৭ রান।
advertisement
4/6
এরপরই জল্পনা শুরু হয়েছিল তাহলে কী এলএসজি ম্যাচে কেকেআরের ওপেনিং জুটিতে বদল করা হবে? দেখা যাবে নতুন ওপনিং জুটি। লখনউয়ের বিরুদ্ধে নামার আগে বড় প্রতিক্রিয়া দিলেন কেকেআরের সহকারী কোচ ওটিস গিবসন।
এরপরই জল্পনা শুরু হয়েছিল তাহলে কী এলএসজি ম্যাচে কেকেআরের ওপেনিং জুটিতে বদল করা হবে? দেখা যাবে নতুন ওপনিং জুটি। লখনউয়ের বিরুদ্ধে নামার আগে বড় প্রতিক্রিয়া দিলেন কেকেআরের সহকারী কোচ ওটিস গিবসন।
advertisement
5/6
সোমবার কেকেআরের ওপেনিংয়ে বদলের জল্পনায় জল ঢেলে তিনি বলেন,"তাঁরা সুনিল নারিনের ব্যাটিং ফর্ম নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন। তাই ওপেনিং জুটি বদলানোর কোনও পরিকল্পনা নেই দলের। ডিকককে নিয়েও চিন্তিত নন।"
সোমবার কেকেআরের ওপেনিংয়ে বদলের জল্পনায় জল ঢেলে তিনি বলেন,"তাঁরা সুনিল নারিনের ব্যাটিং ফর্ম নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন। তাই ওপেনিং জুটি বদলানোর কোনও পরিকল্পনা নেই দলের। ডিকককে নিয়েও চিন্তিত নন।"
advertisement
6/6
এছাড়াও তিনি বলেছেন,"প্রতিযোগিতা সব শুরু হয়েছে। নারিন ভাল টাচে রয়েছে। নেটে ও প্রচুর পরিশ্রম করছে। নারিন নিজের দিনে একাই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। তাই নারিনের ফর্ম নিয়ে কোনও চিন্তা নেই। ওপেনিং জুটি বদলের কোনও সম্ভাবনাই নেই।"
এছাড়াও তিনি বলেছেন,"প্রতিযোগিতা সব শুরু হয়েছে। নারিন ভাল টাচে রয়েছে। নেটে ও প্রচুর পরিশ্রম করছে। নারিন নিজের দিনে একাই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। তাই নারিনের ফর্ম নিয়ে কোনও চিন্তা নেই। ওপেনিং জুটি বদলের কোনও সম্ভাবনাই নেই।"
advertisement
advertisement
advertisement