হোম » ছবি » খেলা » হাসপাতালে ভর্তি হয়ে নার্সের প্রেমে! কেন উইলিয়ামসনের জমজমাটি প্রেমকাহিনী জানেন?
Kane Williamson Love Story: হাসপাতালে ভর্তি হয়ে নার্সের প্রেমে! কেন উইলিয়ামসনের জমজমাটি প্রেমকাহিনী জানেন?
Bangla Digital Desk
1/ 6
আধুনিক ক্রিকেটে সেরা ব্যাটারদের তালিকায় রয়েছেন তিনি। ফ্যাভ ফোর-এর এখজন তিনি। আবার অন্যতম জনপ্রিয় ক্যাপ্টেন তিনি। সেই কেন উইলিয়ামসনের (Kane Williamson) প্রেমকাহিনী কিন্তু জমজমাটি। তাঁর বান্ধবীর নাম সারা রহিম (Sarah Raheem)।
2/ 6
কেন ও সারা তাঁদের সম্পর্কের কথা গোপন রাখতে চেয়েছিলেন। কিন্তু তাঁর মতো একজন তারকার ব্যক্তিগত জীবন কি আর গোপন থাকে! সারা রহিম পেশায় একজন নার্স। নিউ জিল্যান্ডে জন্মালেও সারার বেড়ে ওঠা ইংল্যান্ডের ব্রিস্টলে।
3/ 6
সারা ইউনিভার্সিটি অফ ব্রিস্টলে পড়াশোনা করেছিলেন। মেধাবী ছাত্রী ছিলেন তিনি। সারা ইংল্যান্ডের নাগরিকত্ব পেয়েছেন।
4/ 6
২০১৫ সাল থেকে সম্পর্কে রয়েছেন কেন ও সারা। তাঁদের প্রথম দেখা হওয়ার ঘটনাও বেশ মজাদার। আসলে কেনের সঙ্গে হাসপাতালে প্রথম দেখা হয়েছিল সারার। হাসপাতালে চিকিত্সা করাতে গিয়েছিলেন কেন। সেখানেই সারাকে দেখে ভাল লাগে তাঁর। এর পর থেকে দুজনের মধ্যে কথাবর্তা চলে।
5/ 6
ছোট থেকেই মানুষের সেবা করতে ভালবাসতেন। তাই নার্স হিসাবে কাজ শুরু করেছিলেন সারা। বছরের বেশিরভাগ সময় কেন ব্যস্ত থাকেন ক্রিকেট নিয়ে। সারাও নিজের কাজ নিয়ে ব্যস্ত। তবে কেন ও সারা কিছুটা সময় নিজেদের জন্যও বাঁচিয়ে রাখেন। দুজনের সম্পর্কের রসায়ন অসাধারণ।
6/ 6
২০২০ সালের ডিসেম্বরে সারা ও কেনের সংসারে এসেছে ফুটফুটে কন্যাসন্তান। তবে এখনও কেন ও সারা গাঁটছড়া বাঁধেননি। যদিও বান্ধবীর সঙ্গে বেশ সুখেই আছেন কেন। আর সেটা তিনি সুযোগ পেলেই জানিয়ে দেন।
Kane Williamson Love Story: হাসপাতালে ভর্তি হয়ে নার্সের প্রেমে! কেন উইলিয়ামসনের জমজমাটি প্রেমকাহিনী জানেন?
আধুনিক ক্রিকেটে সেরা ব্যাটারদের তালিকায় রয়েছেন তিনি। ফ্যাভ ফোর-এর এখজন তিনি। আবার অন্যতম জনপ্রিয় ক্যাপ্টেন তিনি। সেই কেন উইলিয়ামসনের (Kane Williamson) প্রেমকাহিনী কিন্তু জমজমাটি। তাঁর বান্ধবীর নাম সারা রহিম (Sarah Raheem)।
Kane Williamson Love Story: হাসপাতালে ভর্তি হয়ে নার্সের প্রেমে! কেন উইলিয়ামসনের জমজমাটি প্রেমকাহিনী জানেন?
কেন ও সারা তাঁদের সম্পর্কের কথা গোপন রাখতে চেয়েছিলেন। কিন্তু তাঁর মতো একজন তারকার ব্যক্তিগত জীবন কি আর গোপন থাকে! সারা রহিম পেশায় একজন নার্স। নিউ জিল্যান্ডে জন্মালেও সারার বেড়ে ওঠা ইংল্যান্ডের ব্রিস্টলে।
Kane Williamson Love Story: হাসপাতালে ভর্তি হয়ে নার্সের প্রেমে! কেন উইলিয়ামসনের জমজমাটি প্রেমকাহিনী জানেন?
২০১৫ সাল থেকে সম্পর্কে রয়েছেন কেন ও সারা। তাঁদের প্রথম দেখা হওয়ার ঘটনাও বেশ মজাদার। আসলে কেনের সঙ্গে হাসপাতালে প্রথম দেখা হয়েছিল সারার। হাসপাতালে চিকিত্সা করাতে গিয়েছিলেন কেন। সেখানেই সারাকে দেখে ভাল লাগে তাঁর। এর পর থেকে দুজনের মধ্যে কথাবর্তা চলে।
Kane Williamson Love Story: হাসপাতালে ভর্তি হয়ে নার্সের প্রেমে! কেন উইলিয়ামসনের জমজমাটি প্রেমকাহিনী জানেন?
ছোট থেকেই মানুষের সেবা করতে ভালবাসতেন। তাই নার্স হিসাবে কাজ শুরু করেছিলেন সারা। বছরের বেশিরভাগ সময় কেন ব্যস্ত থাকেন ক্রিকেট নিয়ে। সারাও নিজের কাজ নিয়ে ব্যস্ত। তবে কেন ও সারা কিছুটা সময় নিজেদের জন্যও বাঁচিয়ে রাখেন। দুজনের সম্পর্কের রসায়ন অসাধারণ।
Kane Williamson Love Story: হাসপাতালে ভর্তি হয়ে নার্সের প্রেমে! কেন উইলিয়ামসনের জমজমাটি প্রেমকাহিনী জানেন?
২০২০ সালের ডিসেম্বরে সারা ও কেনের সংসারে এসেছে ফুটফুটে কন্যাসন্তান। তবে এখনও কেন ও সারা গাঁটছড়া বাঁধেননি। যদিও বান্ধবীর সঙ্গে বেশ সুখেই আছেন কেন। আর সেটা তিনি সুযোগ পেলেই জানিয়ে দেন।